Road Accident: বাজার থেকে ফেরার সময় বেপরোয়া গাড়ির ধাক্কা! জয়নগরে সাইকেল আরোহীর মৃত্যু, গ্রেফতার ঘাতক গাড়ির চালক

Last Updated:

Road Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ি দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ধৃত মালবাহী গাড়ি
ধৃত মালবাহী গাড়ি
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর ,সুমন সাহাঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় জয়নগরে এক ব্যক্তির মৃত্যু। সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ছোট গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। জয়নগর থানার ঢোষা বাজারের কাছে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম অরুণ চক্রবর্তী, বাড়ি জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে।
এই ঘটনার পর স্থানীয় মানুষজন ঘাতক গাড়িটিকে আটকায়। উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ ও ঢোষা ক্যাম্পের পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ঘাতক গাড়ি বাজেয়াপ্ত করে। সেই সঙ্গেই গাড়ির চালককে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়। ধৃত ব্যক্তির নাম এম ডি সাহিদ (৩১), বাড়ি কলকাতার চিৎপুর থানা এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ প্রশ্নের মুখে ছেলেমেয়েদের ভবিষ্যৎ! স্কুলের দাবিতে এবার মেদিনীপুরে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ
ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজও শুরু করা হয়েছে। অন্যদিকে পরিবারের কাছে এই খবর এসে পৌঁছলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুণবাবু সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ি দ্রুতগতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: বাজার থেকে ফেরার সময় বেপরোয়া গাড়ির ধাক্কা! জয়নগরে সাইকেল আরোহীর মৃত্যু, গ্রেফতার ঘাতক গাড়ির চালক
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement