Janmashtami 2023: কৃষ্ণ সাজো! জন্মাষ্টমীতে দেখা মিলল ২০০-জন কৃ্ষ্ণের! ভাইরাল ভিডিও মন ভরাবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Janmashtami 2023: জন্মাষ্টমীতে এবার কৃষ্ণ সাজো উৎসব! দেখুন ভিডিও
হাওড়া: একটি দু’টি নয় এক সঙ্গে প্রায় ২০০ জন কৃষ্ণের দেখা। হাওড়ার রঘুদেবপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহোৎসব চাইটেবল ট্রাস্টের জন্মাষ্টমী পুজো উপলক্ষে। কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিরা। সকাল থেকে শুরু হয় কৃষ্ণ প্রদর্শন। প্রায় ঘণ্টা তিনেক প্রদর্শনী শেষে শোভাযাত্রায় অংশগ্রহণ। জানা যায়, পাঁচলা মোড় থেকে বুড়িখালি পর্যন্ত আকর্ষণীয় শোভাযাত্রা। বাদ্যযন্ত্র বিভিন্ন থিমের সাজানো এই শোভাযাত্রা দেখতে কয়েক হাজার মানুষ হাজির।ঐক্যের বার্তায় জন্মাষ্টমী পুজোর আয়োজন রঘুদেবপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের ব্যবস্থাপনায়।
পুজোকে কেন্দ্র করে যেমন অনুষ্ঠান সূচি। তেমনি হাজারও মানুষের উপস্থিতি। এবছর অষ্টম বর্ষে পুজো আরাধনার পাশাপাশি সামাজিক কর্মসূচি এবং সাংস্কৃতি চর্চাও। জন্মাষ্টমী পুজোর নিয়ম মেনে হিন্দু ধর্মের ঘরে ঘরে অনুষ্ঠিত হলেও, রঘুদেবপুর পাঁচলা মোড়ে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের আয়োজিত বারোয়ার জন্মাষ্টমী পুজোর আকর্ষণ থাকে মানুষের মধ্যে। মঙ্গলবার মণ্ডপের দ্বার উদ্বোধনে ভক্তিমূলক নিত্যানুষ্ঠান এবং বাউল গান অনুষ্ঠিত হয়। বুধবার মঙ্গল আরতি, বিশ্বশান্তি যজ্ঞ, গীতা পাঠ এবং ভগবানের অভিষেক ও পুজো। বৃহস্পতিবার নগর সংকীর্তন, গোপাল সাজো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান। আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন।
advertisement
advertisement
এখানে দর্শনীয় মণ্ডপ এবং প্রতিমা দেখতে মানুষ সকাল থেকেই মন্ডপ মুখী। এ পুজো প্রসঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের সম্পাদক উমাশঙ্কর হালদার জানান, পুজোকে কেন্দ্র করে সংগঠন নির্মাণ হয়েছে। ঠিক একই ভাবে আগামী দিনে এই সংগঠন কেন্দ্র করেই সমাজ নির্মাণ হবে। সেই দিক গুরুত্ব রেখেই ধর্মশাস্ত্র সাংস্কৃতিক চর্চা, সেইসঙ্গে রক্তদান অ্যাম্বুলেন্স পরিষেবা, সববাহী যান পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দিকে দিকে। সেই দিক থেকে আরও একধাপ এগিয়ে এই সংগঠন, লাইভ রক্তদাতার ব্যবস্থা করা হচ্ছে এই সংগঠনের পক্ষ থেকে। যা লাইভ রক্তের চাহিদা মেটাবে। রঘুদেবপুর পাঁচলা মোড়ের জন্মাষ্টমী উৎসবের অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষ। এই পুজোর অন্যতম আকর্ষণ হল নগর সংকীর্তন। জানা যায়, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের ঢল নামে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 8:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2023: কৃষ্ণ সাজো! জন্মাষ্টমীতে দেখা মিলল ২০০-জন কৃ্ষ্ণের! ভাইরাল ভিডিও মন ভরাবে