Jamai Sasthi 2024 Market Price: ভাল ইলিশ কোথায়? মাছ-মাংস-ফল-সবজির আগুন দাম, কী খাওয়াবেন জামাইকে? জামাইষষ্ঠীর আগে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Jamai Sasthi 2024 Market Price: রাত পোহালেই বুধবার জামাই ষষ্ঠী। কিন্তু জামাইয়ের পাতে কি দেবেন তা নিয়ে চিন্তার অন্ত নেই শ্বশুর শাশুড়িদের। ফলের দাম আকাশ ছোঁয়া। তেমন ইলিশের দেখা নেই। চিংড়ি, পমফ্রেটের দামও আকাশছোঁয়া। সব মিলিয়ে বর্ধমানে জামাই ষষ্ঠীর আগে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।
বর্ধমান: রাত পোহালেই বুধবার জামাই ষষ্ঠী। কিন্তু জামাইয়ের পাতে কি দেবেন তা নিয়ে চিন্তার অন্ত নেই শ্বশুর শাশুড়িদের। ফলের দাম আকাশ ছোঁয়া। তেমন ইলিশের দেখা নেই। চিংড়ি, পমফ্রেটের দামও আকাশছোঁয়া। সব মিলিয়ে বর্ধমানে জামাই ষষ্ঠীর আগে চিন্তার ভাঁজ পড়েছে গৃহস্হের কপালে।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় পার্বন। এর পরই জামাইষষ্ঠী। এই দিনে জামাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেন শাশুড়ি। সেই সুযোগে জামাইষষ্ঠীর দিনে শ্বশুরবাড়ি গিয়ে কবজি ডুবিয়ে ভুরিভোজ সারেন জামাইরা। তবে এবার যা গরম তাতে ভরপেট খাওয়া নিয়ে চিন্তায় জামাইরা।
advertisement
advertisement
আগুন দর ফলের বাজারেও। ভালো মানের আমের তেমন দেখা নেই। অন্য বছর এই সময় হিমসাগর আমের রমরমা চলে। দামও থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যেই। কিন্তু এবার ফলন অনেকটাই কম হয়েছে। বর্ধমানের বাজারে সেভাবে দেখা নেই মালদার আমের। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্যবার পূর্বস্থলী, হুগলির পোলবা দাদপুরের আম চাহিদা মেটাতো অনেকটাই। কিন্তু এবার স্থানীয় এই আমের যোগান কম। তাই বাইরের রাজ্যের আমের ওপর নির্ভর করতে হচ্ছে। সেই আমের দামও বেশি আবার মানও খুব একটা ভালো নয়। এদিন বর্ধমানে হিমসাগর আম বিক্রি হয়েছে কেজি প্রতি একশো টাকায়।
advertisement
শশা পঞ্চাশ টাকা কেজি। আপেল দুশো টাকা কিলো। একশো গ্রাম জামের দাম পঞ্চাশ টাকা। ডালপালা সহ লিচু দেড়শো টাকা কেজি। সবজির দামও আকাশ ছোঁয়া। মাঝারি ফুলকপি চল্লিশ টাকা পিস। দেশি পটল ষাট টাকা কেজি। ঝিঙের কেজি প্রতি দাম পঞ্চাশ টাকা। ভালো বেগুনেরও দাম তাই। বিক্রেতারা বলছেন, তীব্র দাবদাহে সবজির ফলন কমছে। চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম। সেই কারণেই দিন দিন সবজির দাম বাড়ছে।
advertisement
জামাইয়ের পাতে পাঁঠার মাংস তো থাকবেই, সেই সঙ্গে চাই ইলিশও। কিন্তু বাজারে ভালো ইলিশের তেমন যোগান নেই। যা আছে তার বেশিরভাগই মায়ানমারের ইলিশ। তারও দাম আকাশছোঁয়া। সাত আটশো গ্রামের ইলিশের দাম দেড় হাজার টাকা কেজি। ভালো সাইজের পমফ্রেট ছশো সাতশো টাকা কেজি। গলদা চিংড়ির দামও তেমনটাই। কাটা কাতলা মাছ সাড়ে তিনশো টাকা কেজি। স্বাভাবিক ভাবেই সব জিনিসের অগ্নিমূল্য চিন্তায় ফেলেছে মধ্যবিত্তকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2024 3:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi 2024 Market Price: ভাল ইলিশ কোথায়? মাছ-মাংস-ফল-সবজির আগুন দাম, কী খাওয়াবেন জামাইকে? জামাইষষ্ঠীর আগে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে