Jagannath Temple Prasad: দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে ঘরে ঘরে, কোন জেলায় এসে পৌঁছল জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Jagannath Temple Prasad: দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশন ডিলারদের মাধ্যমে পৌঁছে যাবে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে।
জয়নগর: অন্যান্য জেলার মতো এবার দক্ষিণ ২৪ পরগনায় এল দিঘার জগন্নাথ ধামের প্রসাদ! পৌঁছে যাবে ঘরে ঘরে। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসিদ্ধ প্রসাদ। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় ঘোষণা করেছিলেন রথযাত্রার আগে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যবাসীর বাড়ি বাড়ি পৌঁছে যাবে।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর হাতে পৌঁছে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার প্রসিদ্ধ একটি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। দিন রাত এক করে কর্মযজ্ঞ চলছে।
আরও পড়ুন: বোলপুরের রাস্তায় হঠাৎ দেখা অরিজিৎ সিংয়ের! ব্যাপারটা কী? আসল ঘটনা জানাজানি হতেই তোলপাড়
এই প্রসিদ্ধ মিষ্টি দোকান থেকেই একেবারে প্যাকেটজাত হয়ে সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাচ্ছে এলাকার দুয়ারের রেশন প্রকল্পের রেশন ডিলারের হাতে। এরপরে দুয়ারে রেশন থেকে এই প্রসাদ পৌঁছে যাবে এলাকাবাসীদের ঘরে ঘরে। এই প্রসিদ্ধ মিষ্টির দোকানে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরে সুপরিচিত প্রসাদ প্যারা ও গজা।
advertisement
advertisement
আরও পড়ুন: গ্রুপ C-গ্রুপ D-র চাকরিহারাদের এখনই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার, স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের! বড় খবর
বীণাপাণি মিষ্টান্ন ভাণ্ডারে প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী তিনি জানান, প্রসাদ প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে স্থানীয় বিডিও এবং রেশন ডিলারগুলির হাতে। এ বিষয়ে এক কারিগর তিনি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagannath Temple Prasad: দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে ঘরে ঘরে, কোন জেলায় এসে পৌঁছল জানেন?