Jagannath Deb: এখানে প্রভু জগন্নাথের মানভঞ্জন করতে যান দেবী লক্ষ্মী! এ বাংলার কোথায় রয়েছে সেই মন্দির?

Last Updated:

Jagannath Deb: বর্ধমানের প্রাচীণ রথগুলির মধ্যে অন্যতম আউশগ্রামের দিগনগরের রথ। এখানের জগন্নাথ মন্দিরটি সুপ্রাচীন। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ  জগন্নাথের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেন। লোক কথা,পুরীর জগন্নাথ দেব দর্শনের পর দিগনগরের জগন্নাথ দর্শন করলে সব মনস্কামনা পূর্ণ হয়।

জগন্নাথের মানভঞ্জন
জগন্নাথের মানভঞ্জন
বর্ধমান: বর্ধমানের প্রাচীণ রথগুলির মধ্যে অন্যতম আউশগ্রামের দিগনগরের রথ। এখানের জগন্নাথ মন্দিরটি সুপ্রাচীন। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ  জগন্নাথের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেন। লোক কথা,পুরীর জগন্নাথ দেব দর্শনের পর দিগনগরের জগন্নাথ দর্শন করলে সব মনস্কামনা পূর্ণ হয়।
রথ উপলক্ষে এখন সাজ সাজ রব দিগনগর ও তার আশপাশের গ্রামগুলিতে। রথ যাত্রা উপলক্ষে বাড়িতে বাড়িতে আসেন আত্মীয় পরিজন। পুরীর জগন্নাথ মন্দিরের সব আচার মানা হয় দিগনগরের এই রথযাত্রায়। প্রাচীন রীতি মেনে, প্রথমে মূল মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কদমখণ্ডীর কাছে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
মাসির বাড়ি যাওয়ার আগে স্থানীয় ‘কামারমহল’ থেকে জগন্নাথ মন্দিরে ভোগযাত্রা হয়। উল্টো রথের আগের দিন মন্দির থেকে মাসির বাড়ি গিয়ে জগন্নাথের মানভঞ্জন করতে যান দেবী লক্ষ্মী। তা ‘লক্ষ্মীযাত্রা’ নামে পরিচিত। সেখানে বলরামকে আড়াল করে জগন্নাথের সাথে দেবীর শুভদৃষ্টি বিনিময় ও মালাবদল হয়। তারপরেই জগন্নাথকে মূল মন্দিরে ফিরে আসার আমন্ত্রণ জানান লক্ষ্মী।
advertisement
রথযাত্রা উপলক্ষে বর্ধমান রাজ পরিবারের তরফ থেকে ফল মিষ্টিতে ভরা বিশেষ ডালা আসে। আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকেও ডালা আসে মন্দিরে। মহা ধুমধামের মধ্য দিয়ে বিশেষ পুজোর পর রথে তোলা হয় জগন্নাথ বলরাম শুভদ্রাকে। প্রাচীন রথ ধ্বংস হয়ে গিয়েছে আগেই। সেই কাঠামোর ওপর তৈরি করা হয়েছে নতুন রথ। এখানের রথযাত্রা দেখতে অগণিত ভক্ত ভিড় করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাঁরা। অনেকে বোলপুরে হোটেলে রাত্রিবাস করে দিগনগরের রথ দেখতে আসেন।
advertisement
প্রতিবছরই রথযাত্রা উপলক্ষে মন্দিরে নতুন রঙের প্রলেপ পড়ে। সাজিয়ে তোলা হয় চারপাশ। কয়েক দিন আগে থেকেই শুরু হয় রথের সাজসজ্জা। উদ্যোক্তারা জানালেন, রাজবাড়ির তৈরি রথের মূল কাঠামোটি এখন আর নেই। পুরনো কাঠামোর উপরে নতুন রথ বসানো হয়েছে। বর্তমানে গোটা উৎসব পরিচালনা করে মন্দির উন্নয়ন কমিটি। সব ধর্মের মানুষ রথযাত্রায় সামিল হন। রথ উপলক্ষে মেলা বসে এখানে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagannath Deb: এখানে প্রভু জগন্নাথের মানভঞ্জন করতে যান দেবী লক্ষ্মী! এ বাংলার কোথায় রয়েছে সেই মন্দির?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement