ট্রেনের প্যান্ট্রি কারে চলছিল বড় 'খেলা'...! RPF তল্লাশি চালাতেই যা দেখা গেল, 'আপনারা কারা?' উত্তর শুনেই পায়ের তলা থেকে সরল মাটি!

Last Updated:
Indian Railways: উত্তর-পূর্ব রেলে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে যা দেখে মুহূর্তে হতবাক হয়ে যান রেলকর্মীরা। কী ঘটেছিল ট্রেনে? পুরো কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে আপনার।
1/12
ভারতীয় রেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ট্রেনে সফর যেমন সময় বাঁচায় তেমনই আবার সস্তায়। তাই সাধারণ মানুষ থেকে ধনী সব ধরণের মানুষই নিজেদের সুবিধার জন্য ট্রেনকেই যাতায়াতের অন্যতম ভরসা যোগ্য মাধ্যম বলে মনে করেন।
ভারতীয় রেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ট্রেনে সফর যেমন সময় বাঁচায় তেমনই আবার সস্তায়। তাই সাধারণ মানুষ থেকে ধনী সব ধরণের মানুষই নিজেদের সুবিধার জন্য ট্রেনকেই যাতায়াতের অন্যতম ভরসা যোগ্য মাধ্যম বলে মনে করেন।
advertisement
2/12
কিন্তু এই ট্রেনেই টিকিট কাটা থেকে রিজার্ভেশন, সবেতেই চলে নানা ধরণের কারচুপি। তৎকালে টিকিট কাটা থেকে শুরু করে বিশেষ বিশেষ উৎসব অনুষ্ঠানে ট্রেনে উপচে পড়া ভিড়ের কারণেই কিছু মানুষ ও অসাধু লোক তাদের পকেট ভরতে চালিয়ে যায় নানা জালিয়াতি।
কিন্তু এই ট্রেনেই টিকিট কাটা থেকে রিজার্ভেশন, সবেতেই চলে নানা ধরণের কারচুপি। তৎকালে টিকিট কাটা থেকে শুরু করে বিশেষ বিশেষ উৎসব অনুষ্ঠানে ট্রেনে উপচে পড়া ভিড়ের কারণেই কিছু মানুষ ও অসাধু লোক তাদের পকেট ভরতে চালিয়ে যায় নানা জালিয়াতি।
advertisement
3/12
আজকাল, ট্রেনে কনফার্ম টিকিট পেতে দীর্ঘ অপেক্ষার কারণে, দিল্লি, মুম্বই হাওড়া-সহ অনেক ট্রেনের তৎকাল টিকিটের কালোবাজারি বেড়েছে। এর সুযোগ নিয়ে কোচ অ্যাটেনডেন্টরা এমন কিছু ভয়ঙ্কর কাজ করছে যা রীতিমতো উদ্বেগের।
আজকাল, ট্রেনে কনফার্ম টিকিট পেতে দীর্ঘ অপেক্ষার কারণে, দিল্লি, মুম্বই হাওড়া-সহ অনেক ট্রেনের তৎকাল টিকিটের কালোবাজারি বেড়েছে। এর সুযোগ নিয়ে কোচ অ্যাটেনডেন্টরা এমন কিছু ভয়ঙ্কর কাজ করছে যা রীতিমতো উদ্বেগের।
advertisement
4/12
উত্তর-পূর্ব রেলে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে যা দেখে মুহূর্তে হতবাক হয়ে যান রেলকর্মীরা। কী ঘটেছিল ট্রেনে? পুরো কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে আপনার।
উত্তর-পূর্ব রেলে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে যা দেখে মুহূর্তে হতবাক হয়ে যান রেলকর্মীরা। কী ঘটেছিল ট্রেনে? পুরো কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে আপনার।
advertisement
5/12
বিহার থেকে আসা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের প্যান্ট্রি কারে চলছিল বড় খেলা। আচমকা খবর পেয়ে অভিযান চালিয়ে যা দেখা গেল তা চোখ খুলে দিয়েছে রেল কর্তৃপক্ষের।
বিহার থেকে আসা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের প্যান্ট্রি কারে চলছিল বড় খেলা। আচমকা খবর পেয়ে অভিযান চালিয়ে যা দেখা গেল তা চোখ খুলে দিয়েছে রেল কর্তৃপক্ষের।
advertisement
6/12
সেদিন আচমকা খবর পেয়ে বাদশাহনগর এবং আইশবাগের মধ্যে একটি বিশেষ বাহিনী নিয়ে ১২৫৬৫ বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের প্যান্ট্রিতে অভিযান চালান সিনিয়র ডিসিএম আশুতোষ গুপ্ত।
সেদিন আচমকা খবর পেয়ে বাদশাহনগর এবং আইশবাগের মধ্যে একটি বিশেষ বাহিনী নিয়ে ১২৫৬৫ বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের প্যান্ট্রিতে অভিযান চালান সিনিয়র ডিসিএম আশুতোষ গুপ্ত।
advertisement
7/12
ট্রেনের 'রান্নাঘরে' অর্থাৎ প্যান্ট্রি কারে গিয়ে যা দেখা গেল তা শুনলে তাজ্জব হয়ে যাবেন। দরজা খুলতেই ভিতরে পাওয়া মোট ২৪ জন যাত্রীকে। টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করছিলেন তাঁরা। বোঝা যায় গোটা কাণ্ডের মধ্যে বড় ভূমিকা আছে প্যান্ট্রি কর্মীদের। AI Generated Representative Image
ট্রেনের 'রান্নাঘরে' অর্থাৎ প্যান্ট্রি কারে গিয়ে যা দেখা গেল তা শুনলে তাজ্জব হয়ে যাবেন। দরজা খুলতেই ভিতরে পাওয়া মোট ২৪ জন যাত্রীকে। টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করছিলেন তাঁরা। বোঝা যায় গোটা কাণ্ডের মধ্যে বড় ভূমিকা আছে প্যান্ট্রি কর্মীদের। AI Generated Representative Image
advertisement
8/12
তদন্তে জানা যায় প্যান্ট্রি কর্মীরাই ওইসব যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে ভ্রমণ করাচ্ছিল ট্রেনে। ঘটনাস্থলে পৌঁছে তো চক্ষুচড়কগাছ রেল অফিসারদের। এরপর টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেছে রেল। AI Generated Representative Image
তদন্তে জানা যায় প্যান্ট্রি কর্মীরাই ওইসব যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে ভ্রমণ করাচ্ছিল ট্রেনে। ঘটনাস্থলে পৌঁছে তো চক্ষুচড়কগাছ রেল অফিসারদের। এরপর টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেছে রেল। AI Generated Representative Image
advertisement
9/12
বিনা টিকিটের ওই যাত্রীদের কাছ থেকে মোট ২৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। শুধু তাই নয়, ওই ট্রেনের প্যান্ট্রিকারের লাইসেন্স নেওয়া সংস্থার বিরুদ্ধেও জরিমানা সুপারিশ করেছে রেল। AI Generated Representative Image
বিনা টিকিটের ওই যাত্রীদের কাছ থেকে মোট ২৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। শুধু তাই নয়, ওই ট্রেনের প্যান্ট্রিকারের লাইসেন্স নেওয়া সংস্থার বিরুদ্ধেও জরিমানা সুপারিশ করেছে রেল। AI Generated Representative Image
advertisement
10/12
রেল সূত্রে খবর ট্রেনে অপেক্ষা করার কারণে, বিশেষ করে বিহার থেকে আসা ট্রেনগুলিতে টিকিটবিহীন ভ্রমণকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। অভিযোগ আসছিল বেশ কিছুদিন যাবৎ। উত্তর-পূর্ব রেলের টিম সন্দেহ হওয়ায় অভিযান চালাতেই ধরা পড়েছে একসঙ্গে এত যাত্রী যাঁরা রীতিমতো বিনা টিকিটেই ভ্রমণ করছিল ট্রেনের প্যান্ট্রি কারে। AI Generated Representative Image
রেল সূত্রে খবর ট্রেনে অপেক্ষা করার কারণে, বিশেষ করে বিহার থেকে আসা ট্রেনগুলিতে টিকিটবিহীন ভ্রমণকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। অভিযোগ আসছিল বেশ কিছুদিন যাবৎ। উত্তর-পূর্ব রেলের টিম সন্দেহ হওয়ায় অভিযান চালাতেই ধরা পড়েছে একসঙ্গে এত যাত্রী যাঁরা রীতিমতো বিনা টিকিটেই ভ্রমণ করছিল ট্রেনের প্যান্ট্রি কারে। AI Generated Representative Image
advertisement
11/12
তবে বিষয়টি ছড়িয়ে পড়তেই আঙুল উঠেছে প্যান্ট্রি কারের কর্মীদের বিরুদ্ধে। তদন্তে জানান যায় যাত্রী প্রতি ১০০০ টাকা করে রেট নিয়ে প্যান্ট্রি কারের কর্মীরা এই চক্র চালাচ্ছিল বেশ কিছুদিন যাবৎ। AI Generated Representative Image
তবে বিষয়টি ছড়িয়ে পড়তেই আঙুল উঠেছে প্যান্ট্রি কারের কর্মীদের বিরুদ্ধে। তদন্তে জানান যায় যাত্রী প্রতি ১০০০ টাকা করে রেট নিয়ে প্যান্ট্রি কারের কর্মীরা এই চক্র চালাচ্ছিল বেশ কিছুদিন যাবৎ। AI Generated Representative Image
advertisement
12/12
ভারতীয় রেল টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করলেও, প্যান্ট্রি কারের লাইসেন্স নেওয়া সংস্থার বিরুদ্ধে এখনও তেমন কোনও বড় পদক্ষেপ না নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। তবে ইতিমধ্যেই ওই সংস্থার বিরুদ্ধে জরিমানা আরোপের সুপারিশ করেছে রেল কর্তৃপক্ষ।
ভারতীয় রেল টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করলেও, প্যান্ট্রি কারের লাইসেন্স নেওয়া সংস্থার বিরুদ্ধে এখনও তেমন কোনও বড় পদক্ষেপ না নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। তবে ইতিমধ্যেই ওই সংস্থার বিরুদ্ধে জরিমানা আরোপের সুপারিশ করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
advertisement