First Jagaddhatri Puja in Bengal: চন্দননগর নয়, বাংলার প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু এখানেই! ইতিহাস জানলে চমকে যাবেন

Last Updated:

First Jagaddhatri Puja in Bengal: জলপথে ফেরার সময় গঙ্গায় দুর্গাপ্রতিমা নিরঞ্জন দেখে কষ্ট পান ও ব্যথিত হন। সেই রাতেই দেবীর স্বপ্নাদেশে তিনি পরের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন।

+
জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী মূর্তি 

মৈনাক দেবনাথ, নদিয়া: আমরা হয়তো সকলেই জানি হুগলির চন্দননগর অথবা নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী মাতার আরাধনার সূচনা হয়েছিল। কিন্তু তা প্রকৃত তথ্য নয়। নদিয়ার শান্তিপুরে সর্বপ্রথম জগদ্ধাত্রী মাতার মূর্তি স্থাপন হয়েছিল, তন্ত্র মন্ত্রে জগদ্ধাত্রী মায়ের পুজো আরম্ভ হয়েছিল। হ্যাঁ এটা হয়তো অনেকেরই না জানা একটা ইতিহাসের অধ্যায়। বাংলায় প্রথম কোথায় জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল, তা নিয়ে দ্বিমত আছে। তবে কিংবদন্তি অনুযায়ী প্রথম কোথায় শুরু হয়েছিল, চলুন জেনে নিই।
আজকের শহর শান্তিপুর থেকে কিছুটা দূরে গিয়ে সর্বপ্রথম মন্ত্র দ্বারা মায়ের মূর্তি পুজো স্থাপন হয় হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাচীন ব্রহ্মশাসনে। ১৭৬০ খ্রিস্টাব্দে মীরকাশিম যখন বাংলার মসনদ দখল করেন তখন তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে সরিয়ে মুঙ্গেরে নিয়ে যান এবং এই সময়েই নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে বকেয়া কর না মেটানোর জন্য মীরকাশিমের মনোমালিন্য হয় । নবাবের বকেয়া কর পরিশোধ করতে না পারার কারণে মীরকাশিম বন্দি করেন রাজা কৃষ্ণচন্দ্রকে এবং তাঁকে পাঠানো হয় বিহারের মুঙ্গের জেলে।
advertisement
১৭৬৩ খ্রিস্টাব্দে মীরকাশিমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ শুরু হলে, রাজা কৃষ্ণচন্দ্র সেই সুযোগে জেল থেকে পালিয়ে আসেন জলপথে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেন। জলপথে ফেরার সময় গঙ্গায় দুর্গাপ্রতিমা নিরঞ্জন দেখে কষ্ট পান ও ব্যথিত হন। সেই রাতেই দেবীর স্বপ্নাদেশে তিনি পরের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। সেই সময় রাজা কৃষ্ণচন্দ্রের কাছে দেবী জগদ্ধাত্রীর রূপের কোনও ধারণা না থাকার কারণে ১৭৬৩ সালে তাঁর হাত ধরেই কৃষ্ণনগর রাজবাড়িতে প্রথম দেবী জগদ্ধাত্রীর পুজো শুরু হয় দুর্গামন্ত্রে মঙ্গলঘট পুজোর মাধ্যমে।
advertisement
advertisement
এরপর ১৮০২ খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র রায়ের পৌত্র গিরিশচন্দ্র রায় যখন নদিয়ার অধিপতি হন তখন তাঁর রাজসভায় সভাপন্ডিতের পদ অলংকৃত করতেন শান্তিপুরের পশ্চিমে হরিপুর অঞ্চলের চন্দ্রচূড় তর্কচূড়ামণি। ১০৮ ঘর ব্রাহ্মণদের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং তিনি ব্রহ্মশাসন গ্রামে বসবাস করতেন। কথিত আছে, তত দিনে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে কৃষ্ণনগর রাজবাড়িতে, কিন্তু দেবীর কোনও নির্দিষ্ট রূপ এবং পুজোর পদ্ধতি বা মন্ত্র ছিল না। গিরিশচন্দ্রই চন্দ্রচূড়কে অনুরোধ করেন সাধনার মাধ্যমে দেবী জগদ্ধাত্রীর রূপের সন্ধান এবং পুজোর জন্য প্রয়োজনীয় পদ্ধতি এবং মন্ত্রের অন্বেষণের।
advertisement
এর পরে ধ্যানে বসেন চন্দ্রচূড়। আর সাধনায় বসে একদিন ব্রাহ্ম মুহূর্তে দেবীর অপূর্ব মৃন্ময়ী রূপের দর্শন পান। বলা হয়, সেই দেবীর গাত্রবর্ণ ছিল ব্রাহ্মমুহূর্তের রং অর্থাৎ ঊষাকালে সূর্যের রং এবং তিনি ছিলেন সিংহবাহিনী চতুর্ভুজা। কথিত আছে, সেই সাধনাতেই পুজোর পদ্ধতি এবং মন্ত্রের হদিশ পান চন্দ্রচূড়। এর পরে সেই পদ্ধতি মেনেই দেবীর সেই ঊষাবর্ণা মৃন্ময়ী রূপ সৃষ্টি করে তিনি সর্বপ্রথম মন্ত্র দ্বারা মূর্তি পুজো শুরু করেন ব্রহ্মশাসনে।
advertisement
সম্ভবত ১৮০৩ খ্রিস্টাব্দ থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে মহা আড়ম্বরের সঙ্গে দেবীর মৃন্ময়ী রূপের আরাধনা শুরু হয়। আর পরবর্তীকালে সেই পদ্ধতি অনুসরণ করেই, সেই চিরাচরিত পুজো পদ্ধতি সেই চিরাচরিত পরম্পরা মেনেই জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে ব্রহ্মশাসন-সহ শান্তিপুরের বিভিন্ন অঞ্চলে। কৃষ্ণনগর রাজবাড়ীর নাটমন্দির থেকে শুরু করে পরবর্তীতে এই পুজো ক্রমশ ছড়িয়ে পড়ে শান্তিপুর, চন্দননগর থেকে বাংলার এবং বাংলার বাইরে আপামর বাঙালি সমাজের কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
First Jagaddhatri Puja in Bengal: চন্দননগর নয়, বাংলার প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু এখানেই! ইতিহাস জানলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement