কলকাতা: ইস্পাত এক্সপ্রেসের কামরায় আগুনের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ১২৮৭২ টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসের D7 কামরাতে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। অভিযোগ, মোবাইল চার্জার ফেটে গিয়েই এমন আগুন আতঙ্ক ও বিপত্তি। চার্জার ফাটার পরই চেন টেনে বাঁশতলা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রায় ১৫ মিনিট দাঁড়ায় ট্রেনটি।
আরও পড়ুন: দোল-হোলিতে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কয়েকটি রাজ্যে, জানুন
আরও পড়ুন: অপব্যবহারে বাজারে নেই ২০০০-এর নোট? আসল নোট চিনবেন কীভাবে জানুন
ঝাড়গ্রাম ছেড়ে খড়গপুর যাওয়ার সময় বাঁশতলা স্টেশনের আগে ঘটনাটি ঘটে। ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। মোবাইল চার্জারের পয়েন্টে চার্জ দেওয়ার সময় হঠাৎ করেই আাগুন লেগে যায়। ছড়িয়ে পরে আতঙ্ক। পরে অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। তার পর ফের কলকাতার দিকে রওনা দেয় ট্রেন। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কতি হয়ে পড়েন যাত্রীরা।
রাজু সিং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire Accident, Ispat Express, Train