Ispat Express Fire: চলন্ত টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসের কামরায় আগুন! মাঝপথে বাঁশতলায় থামল ট্রেন

Last Updated:

Ispat Express Fire: বৃহস্পতিবার ১২৮৭২ টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসের D7 কামরাতে আগুন লেগে আতঙ্ক ছড়ায়।

ইস্পাত এক্সপ্রেস (ফাইল ছবি)
ইস্পাত এক্সপ্রেস (ফাইল ছবি)
কলকাতা: ইস্পাত এক্সপ্রেসের কামরায় আগুনের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ১২৮৭২ টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসের D7 কামরাতে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। অভিযোগ, মোবাইল চার্জার ফেটে গিয়েই এমন আগুন আতঙ্ক ও বিপত্তি। চার্জার ফাটার পরই চেন টেনে বাঁশতলা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রায় ১৫ মিনিট দাঁড়ায় ট্রেনটি।
আরও পড়ুন: অপব্যবহারে বাজারে নেই ২০০০-এর নোট? আসল নোট চিনবেন কীভাবে জানুন
ঝাড়গ্রাম ছেড়ে খড়গপুর যাওয়ার সময় বাঁশতলা স্টেশনের আগে ঘটনাটি ঘটে। ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। মোবাইল চার্জারের পয়েন্টে চার্জ দেওয়ার সময় হঠাৎ করেই আাগুন লেগে যায়। ছড়িয়ে পরে আতঙ্ক। পরে অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। তার পর ফের কলকাতার দিকে রওনা দেয় ট্রেন। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কতি হয়ে পড়েন যাত্রীরা।
advertisement
advertisement
রাজু সিং
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ispat Express Fire: চলন্ত টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসের কামরায় আগুন! মাঝপথে বাঁশতলায় থামল ট্রেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement