Ghatal Master Plan: চলতি বর্ষায় তিনবার জলমগ্ন ঘাটাল! কেন এই অবস্থা, জানিয়ে দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Ghatal Master Plan: প্রকৃতি রেগে গেছে, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। গত ২৫ বছরে আমার অভিজ্ঞতায় এত বৃষ্টিপাত দেখিনি আর এই বৃষ্টির কারণেই ঘাটালের এই বন্যা। বৃষ্টিকেই দায়ি করলেন ঘাটালের বন্যার জন্য মন্ত্রী মানস ভুঁইয়া।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: “প্রকৃতি রেগে গেছে, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। গত ২৫ বছরে আমার অভিজ্ঞতায় এত বৃষ্টিপাত দেখিনি আর এই বৃষ্টির কারণেই ঘাটালের এই বন্যা”, ঘাটালের বন্যার জন্য বৃষ্টিকেই দায়ী করলেন মন্ত্রী মানস ভুঁইয়া।
ঘাটালে প্রশাসনিক বৈঠকের পর আড়গোড়া চাতাল ডুবে থাকা রাজ্য সড়কে বন্যা পরিদর্শন করেন সেচমন্ত্রী ডঃ মানস ভুঁইয়া ও রাজ্য সরকারের PHE দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা। সঙ্গে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের তরফে রান্না করা খিচুড়ি বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করেন মন্ত্রী ও প্রিন্সিপাল সেক্রেটারি।
advertisement
advertisement
ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছে—প্রশাসনের আশ্বাস, দুই-তিন বছরের মধ্যেই মাস্টারপ্ল্যানের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু তার আগেই এবারের বর্ষায় এই নিয়ে তিনবার ঘাটাল বন্যা কবলিত হল। একাধিক সমস্যায় পড়েছেন ঘাটালের মানুষজন, যাতায়াতের একমাত্র ভরসা নৌকো কিংবা ডিঙি। কবে জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালের বানভাসি মানুষজন, সেই প্রশ্নের উত্তর কারও কাছেই নেই। তবে রাজ্যের সেচমন্ত্রী আশার আলো শুনিয়ে বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে। আগামী তিন বছর পর ভারতবর্ষের লোক ঘাটাল দেখতে আসবে”।
advertisement
মিজানুর রহমান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 16, 2025 8:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Master Plan: চলতি বর্ষায় তিনবার জলমগ্ন ঘাটাল! কেন এই অবস্থা, জানিয়ে দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া








