Iran-Israel Situation: পরিবারকে সুখে রাখতে ইজরায়েলে এই এলাকার একাধিক যুবক, এখন তাঁদের মা-বউদের একটাই মত ঘরে ফিরুক, ঘরের মানুষ

Last Updated:

Iran-Israel Situation: আকাশে তারা খসে পড়ার মতো ধেয়ে আসছে শতাধিক আলোর ফুলকি, ইসরাইলে আটকে নদিয়ার যুবকেরা

উড়ে আসছে মিসাইল, মানুষ আতঙ্কে বাঙ্কারে - Photo- X Account
উড়ে আসছে মিসাইল, মানুষ আতঙ্কে বাঙ্কারে - Photo- X Account
নদিয়া: আকাশে তারা খসে পড়ার মতো ধেয়ে আসছে শতাধিক আলোর ফুলকি। কয়েক মুহূর্তের মধ্যেই বোঝা গেল ওগুলি আসলে এক একটি মিসাইল। একের পর এক ভেঙে পড়ছে ইজরায়েলের মাটিতে। ঘরবাড়ি রাস্তাঘাট ইমারত সবই একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। মিসাইলের আক্রমণে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। যারা জীবিত রয়েছেন তাঁরা আশ্রয় নিচ্ছেন কোনও নিরাপদ জায়গা অথবা বাঙ্কারের ভেতরে। এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরেই।
ইরান ইজরায়েল যুদ্ধে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে৷ নদিয়ার বেশ কয়েকটি পরিবার চরম দুশ্চিন্তায়। তার কারণ তাঁদের পরিবারের সদস্যরা কর্মসূত্রে ইজরায়েলে রয়েছেন। খবরের চ্যানেল কিংবা সোশ্যাল মাধ্যমে এক একটি ভিডিও দেখে শিউরে উঠছেন সেই সব পরিবারের সদস্যরা। তবে এখনও ফোনে কথা হয়েছে, কিন্তু তাঁদের পরিবারের ছেলেরা যতক্ষণ না নিরাপদে বাড়িতে পা রাখছেন শান্তি পাচ্ছেন না তাঁরা।
advertisement
advertisement
বর্তমানে ইরান এবং ইজরায়েল যুদ্ধের দামামা বেজেছে৷ বাংলাদেশের সীমান্ত লাগোয়া নদিয়ার এই গ্রাম থেকে প্রায় ৩৩ জন যুবক কর্মসূত্রে ইজরায়েলে। তবে বর্তমানে আতঙ্কে রয়েছেন তাঁরা এবং তাঁদের পরিবারও। কাজ তো দূরে থাক প্রাণ বাঁচাতে এখন বাঙ্কারই ভরসা তাঁদের। বিভিন্ন জায়গা থেকে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য দেশ ছেড়েছিলেন তারা, এখন মরিয়া দেশে ফিরতে।
advertisement
তেহট্টের বেতাইয়ের বাসিন্দা গোষ্ঠচরণ বিশ্বাস জানান, তার দুই ছেলে বড় সঞ্জীব বিশ্বাস, ছোট সুজিত বিশ্বাস। ছেলেরা ফোন করে বলেছে,  ‘‘যখন তখন মিসাইল এসে পড়ছে। এ মিসাইল হামলার ঠিক ১০ মিনিট আগে সকলের মোবাইলে অ্যালার্ম বাজছে, তখনই আন্ডারগ্রাউন্ড অত্যাধুনিক বাঙ্কারে ঢুকতে হচ্ছে।’’ ছেলেরা ফোন করে জানিয়েছে কয়েকদিন তাঁরা বাঙ্কারের মধ্যেই আছে।  গোষ্ঠবাবু জানিয়েছেন,  ‘‘খুব আতঙ্কের মধ্যে আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে।’’
advertisement
তিন মাস আগে গিয়েছে বেতাই লালবাজারের সদানন্দ হালদার। তার মা আদুরি হালদার চরম দুশ্চিন্তার মধ্যে আছে।  তিনি বলেন, ‘‘ঋণ নিয়ে ছেলেকে ইজরায়েলে পাঠিয়েছি। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ছেলের জন্য দুশ্চিন্তায় আছি। বারেবারেই ছেলেকে হোয়াটসঅ্যাপ কলে খোঁজ খবর নিচ্ছি৷’’
বেতাইয়ের বিথীকা ভক্তের  স্বামী দেবরাজ ইজরায়েলে আছেন। চরম দুশ্চিন্তায় বিথীকা। চাইছেন ফিরে আসুক স্বামী।
advertisement
এলাকায় খোঁজ নিয়ে জানা যায় বেতাই ১ নং ও ২ নং পঞ্চায়েত এলাকা থেকে প্রায় শতাধিক যুবক ইজরায়েলে কর্মরত। শুধুমাত্র লালবাজার থেকেই ইজরায়েলে আছে প্রায় ৩০ জন, প্রত্যেক পরিবারে আতঙ্কের ছাপ।
বেতাই-১ নং পঞ্চায়েত প্রধান শম্পা মন্ডল জানান যে প্রতিনিয়ত ইজরায়েলে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Iran-Israel Situation: পরিবারকে সুখে রাখতে ইজরায়েলে এই এলাকার একাধিক যুবক, এখন তাঁদের মা-বউদের একটাই মত ঘরে ফিরুক, ঘরের মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement