International Seminar: জলবায়ু পরিবর্তনের কতটা প্রভাব পড়েছে সুন্দরবনের মিন সংগ্রহকারী মহিলাদের উপর?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
International Seminar: হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এদিন এই কর্মশালা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ক্রিস্টা আইজ্যাক, কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানিশা মোহন
উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে মিন ধরে জীবিকা নির্বাহ করেন বহু মহিলা। তাঁদের নিয়ে আন্তর্জাতিক কর্মশালা আয়োজিত হল। সুন্দরবন এলাকায় যাঁরা মিন ধরে জীবিকা নির্বাহ করেন তাঁদের উপরে জলবায়ু পরিবর্তনের কী প্রভাব পড়ছে এবং তাঁদের জন্য কীভাবে বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে তা নিয়েই এই আলোচনা সভা আয়োজিত হয়েছে। আন্তর্জাতিক এই সেমিনারে উপস্থিত ছিল আমেরিকার প্রতিনিধি দল।
হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এদিন এই কর্মশালা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ক্রিস্টা আইজ্যাক, কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানিশা মোহন, কলকাতার গবেষক চন্দ্রানী দত্ত। এছাড়া হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
এদিন সেমিনারে উপস্থিত মহিলাদের সঙ্গে আলোচকরা সরাসরি কথা বলেন। তাঁদের জীবন যাপন সম্পর্কে জানেন। ভবিষ্যতে এই পেশা চালিয়ে যেতে চান কিনা ও তাঁদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কী ভাবছেন সেই বিষয়ে খোঁজ নেন।
উল্লেখ্য সুন্দরবনের মত লবণাক্ত এক ফসলি জমিতে কীভাবে সহজে কৃষিকাজ করা যায়, এলাকার মানুষের জীবনযাত্রার মান কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে দিশা দেখান তাঁরা। পাশাপাশি একজন চিংড়ি পোনা ধরে যে পরিমানে টাকা পান ও একজন চিংড়ি ব্যবসায়ী যে পরিমাণে লাভ করেন তার মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই সমস্যা সমাধান করে কীভাবে চিংড়ি মিন ধরা মহিলারা সরাসরি উপকৃত হন সে বিষয়ে পরামর্শ দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2024 11:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Seminar: জলবায়ু পরিবর্তনের কতটা প্রভাব পড়েছে সুন্দরবনের মিন সংগ্রহকারী মহিলাদের উপর?