International Karate Competition: মাত্র এক সপ্তাহের অনুশীলনে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জয়! চমকে দিল সাত বছরের খুদে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
International Karate Competition: কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে সোনা জিতেছে পশ্চিম মেদিনীপুরের ত্রিনভ। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে তার এই সোনা জয়
পশ্চিম মেদিনীপুর: মাত্র কয়েকদিনের প্র্যাকটিসে আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত করল ত্রিনভ দাস ওরফে আনসু। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতেছে পশ্চিম মেদিনীপুরের মাত্র সাত বছর বয়সী এই খুদে। সে শুধুমাত্র একজন শিক্ষকের কাছে প্রতিযোগিতার আগে মোটে এক সপ্তাহ অনুশীলন করেছিল। আর তাতেই বাজিমাত।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে সোনা জিতেছে পশ্চিম মেদিনীপুরের ত্রিনভ। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে তার এই সোনা জয় আন্তর্জাতিক মঞ্চে গোটা জেলার নাম উজ্জ্বল করেছে। বরাবরই মেধাবী ত্রিনভ। তবে মাত্র এক সপ্তাহের অনুশীলনে সে যে এমন চমকপ্রদ ফল করবে তা তার অভিভাবকরাও কল্পনা করতে পারেননি।
advertisement
আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে জলের তলায় নির্মাণরত সেতু!
advertisement
কয়েক বছর আগে পড়াশোনার পাশাপাশি আনুষঙ্গিক শিক্ষামূলক প্রতিভার জন্য ত্রিনভ দাস পেয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি। তবে এবার সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৬ জুলাই থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী আন্তর্জাতিক অষ্টম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪। প্রতিযোগিতায় দেশ-বিদেশের বেশ কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় মেদিনীপুরের মোট ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। যার মধ্যে মেদিনীপুর শহরের শিক্ষক অনির্বাণ দাসের ৭ বছরের ছেলে ত্রিনভ দাস স্বর্ণপদক জিতে জেলার নাম উজ্জ্বল করেছে। অনূর্ধ্ব ১৩ কাতা বিভাগে প্রথম হয়ে সোনা জিতেছে। এই ঘটনায় খুশির হাওয়া জেলা জুড়ে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2024 6:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Karate Competition: মাত্র এক সপ্তাহের অনুশীলনে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জয়! চমকে দিল সাত বছরের খুদে