Under Construction Bridge: হঠাৎ বৃষ্টিতে জলের তলায় নির্মাণরত সেতু!

Last Updated:

Under Construction Bridge: দীর্ঘদিনের লড়াইয়ের পর সেই সেতু নির্মাণও শুরু হয়। তবে নিম্নচাপে সেই সেতু এখন জলের তলায়। যার জেরে নানারকম সমস্যা সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা

+
জলের

জলের তলায় সেতু

বাঁকুড়া: নির্মাণরত সেতু এখন ডাংরা নদীর জলের তলায়। সংস্কারের কাজ চলাকালীন একদিনের আচমকা বৃষ্টিতে সেতু আর দেখা যাচ্ছে না। তবে এই সেতুর গল্প রয়েছে অনেক। ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামথোল গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা সেতু নির্মাণের। সেতু নির্মাণের দাবিতে ২০২১ এর বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোট বয়কট করে ওখানকার মানুষজন। জামথোল ছাড়াও আসুরাবাদ, জলহরি জোড়থোল, ফুলবেড়িয়া, কেন্দবেদা, মনিহারা সহ ২০-২৫ টি গ্ৰামের মানুষের নিত্য যাতায়াত লেগেই থাকে এই সেতুর উপর দিয়ে।
দীর্ঘদিনের লড়াইয়ের পর সেই সেতু নির্মাণও শুরু হয়। তবে নিম্নচাপে সেই সেতু এখন জলের তলায়। যার জেরে নানারকম সমস্যা সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেতু পার করে জোরাহিড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে আসে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে তারা এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছে। ফলে পড়াশোনা শিকেয় উঠেছে। তাছাড়াও এলাকার প্রধান বাজারও সেতু পার করেই আসতে হয়। বন্যার কারণে কোনও রাস্তা না থাকায় প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না সেতুর ওপারের বাসিন্দারা।
advertisement
advertisement
সেতু সারাইয়ের জন্য যে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তারও আর চিহ্ন নেই, রয়েছে শুধুই জলস্রোত। গ্রামের বাসিন্দা সৌরভ আচার্য বলেন, এই পরিস্থিতিতে খুবই অসুবিধা হচ্ছে। প্রতিবছর একটু বৃষ্টি হলেই এমনটা হয়। ঘরের বাচ্চা থেকে বয়স্ক সবাই আটকে পড়েছে। স্কুলে যেতে পারছে না, বাজার যেতে পারছে না।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Under Construction Bridge: হঠাৎ বৃষ্টিতে জলের তলায় নির্মাণরত সেতু!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement