Badminton: ৭০ জন ছেলেকে একাই টক্কর সাহসী তরুণীর! পুরুলিয়ায় ইন্টার ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে নজর কাড়ল একাদশ শ্রেণির ছাত্রী
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Badminton Competition: ইন্টার-ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হল পুরুলিয়ায়। ৭০ জন ছেলের মধ্যে একটি মাত্র মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দিল। ১৭ বছরের ইভানজলিন জ্যোতি খালকে জঙ্গলমহলের গর্ব।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পড়াশোনা হোক কিংবা খেলাধুলা কোনও অংশেই পিছিয়ে নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েরা। ইন্টার-ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হল পুরুলিয়াতে। দু-দিন ব্যাপী এই অনুষ্ঠান হয় পুরুলিয়া শহরের রাচি রোডের পুরুলিয়া ক্লাবের অডিটোরিয়ামে। ১১ বছর থেকে ৫০ বছর বয়সী খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিদের মধ্যে নজর কেড়েছে ১৭ বছরের এক তরুণী।
৭০ জন ছেলের মধ্যে একটি মাত্র মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যা রীতিমত সকলের প্রশংসা কুড়িয়েছে। ধানবাদের বাসিন্দা ওই তরুণী। তবে মায়ের কর্মসূত্রে পুরুলিয়ায় বসবাস তার। পুরুলিয়ার বলরামপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষিকা তার মা। বাবা রেল পুলিশ। একাদশ শ্রেণীর ছাত্রী ইভানজলিন জ্যোতি খালকে। পুরুলিয়ার এজিপিএন কনভেন্ট এন্ড ইআর স্কুলের ছাত্রী সে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার অধীর আগ্রহ। তাই আজ সে এই জায়গায় পৌঁছেছে।
advertisement
আরও পড়ুনঃ ইউটিউব দেখে ছৌ নাচ শিখে তাক লাগাচ্ছেন পুরুলিয়ার কলেজ ছাত্র! মুগ্ধ সকলে, বিশ্বমঞ্চে জেলার গৌরব ছড়ানোর স্বপ্ন, রইল ভিডিও
এ বিষয়ে ক্লাবের উদ্যোক্তারা বলেন, বেশ কয়েক বছর ধরে তারা এই প্রতিযোগিতার আয়োজন করছেন। যথেষ্ট ভাল সাড়া পান তারা। এ বছর তাদের খেলার অন্যতম আকর্ষণ অংশগ্রহণকারী এই মেয়েটি। যা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে তারা আশা করছেন মেয়েদের অংশগ্রহণ আরও বাড়বে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এবার বিমানে চেপে পুরুলিয়া! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারস্ট্রিপকে বিমানবন্দরের রূপ দিচ্ছে রাজ্য সরকার, কাজ শুরু আধিকারিকদের
এ বিষয়ে অংশগ্রহণকারী জ্যোতি খালকে বলেন, তিনি দীর্ঘদিন থেকেই ব্যাডমিন্টন প্র্যাকটিস করছেন। এর আগেও অন্যান্য অনেক জায়গায় তিনি অংশগ্রহণ করেছেন। তবে এই প্রথমবার তিনি এতজন ছেলে প্রতিযোগীর সঙ্গে একাই প্রতিদ্বন্দ্বিতা করলেন। অভিজ্ঞতা বেশ ভালই ছিল। অনেকটাই অনুপ্রেরণা পেয়েছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে কোচ অরিন্দম দাস বলেন, এত জন ছেলের মাঝখানে একা একটি মেয়ের খেলা সত্যিই প্রশংসার যোগ্য। দীর্ঘ মনোবল থেকেই এই কাজ সে করতে পেরেছে। কোচ হিসেবে তার গর্ববোধ হচ্ছে।
দু-দিন ব্যাপী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। দর্শকদের করতালিতে ভরে উঠেছিল গোটা অডিটোরিয়াম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
November 17, 2025 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Badminton: ৭০ জন ছেলেকে একাই টক্কর সাহসী তরুণীর! পুরুলিয়ায় ইন্টার ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে নজর কাড়ল একাদশ শ্রেণির ছাত্রী
