বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে গ্যাস, জঙ্গলমহলে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
পাইলট প্রজেক্ট হিসেবে শুরু, জঙ্গলমহলের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস, অভিনব উদ্যোগ রাজ্য সরকারের।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহলকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামীন এলাকায় এবার রান্নার জন্য পৌঁছে যাবে গ্যাস, তাও পাইপ লাইনে। সারাদিন কয়েকবার ব্যবহার করতে পারবেন গ্রামীণ এলাকার মানুষেরা। পাইলট প্রজেক্ট হিসেবে এই বিশেষ গ্যাস উৎপাদন এবং বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দিন কয়েক পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই গ্যাস প্রকল্প। প্রাথমিকভাবে একটি গ্রামের ২৫ টি বাড়িতে এবং একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই গ্যাস পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে গোটা ব্লক জুড়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
গ্রামীণ এলাকার গৃহপালিত পশুদের মধ্যে অন্যতম গরু। গরুর বর্জ্য গোবর থেকে গ্যাস উৎপন্ন করে বাড়ি বাড়ি রান্নার জন্য সরবরাহ করা হবে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক ব্লক কেশিয়াড়িতে এই বায়োগ্যাস উৎপাদন ব্যবস্থা শুরু হয়েছে। প্ল্যান্ট করে বায়ো গ্যাস উৎপন্ন করে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। ইতিমধ্যেই গ্রামের একাধিক বাড়িতে পৌঁছে গিয়েছে এই গ্যাস লাইন। দেওয়া হয়েছে চুল্লিও। মনে করা হচ্ছে সারাদিনের দুবার এই গ্যাস পরিষেবা দেওয়া হবে। যার ফলে একদিকে যেমন জ্বালানির খরচ অনেকটা বাজবে তেমনই চড়া দামে কিনতে হবে না রান্নার গ্যাস। স্বাভাবিকভাবে গ্রামীণ এলাকায় বেশ উপকারই হবে সকলের।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের লেঙ্গামারা এলাকায় এই বায়ো গ্যাস উৎপাদনের প্ল্যান্ট তৈরি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে চলতি মাসেই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এই প্রকল্প। ইতিমধ্যেই সমস্ত পর্যবেক্ষণ শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা। গোবরকে পচিয়ে তাকে বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করা হবে এই বায়োগ্যাস। গ্রামীন এলাকা থেকে সংগ্রহ করা হবে গোবর। যা সেই প্ল্যান্টের মধ্য দিয়ে গ্যাস উৎপন্ন করা হবে।
advertisement
আর সেই গ্যাস পৌঁছে যাবে বাড়িতে বাড়িতে। প্রাথমিকভাবে বেশ কয়েকটি বাড়ি এবং একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরবরাহ করা হবে। পরবর্তীতে একাধিক জায়গায় প্ল্যান্ট করে জঙ্গলমহলের একাধিক গ্রামে পৌঁছে দেওয়ার কথা ভাবছে প্রশাসন।
স্বাভাবিকভাবে এই প্রকল্পে খুশি এলাকার মানুষ। শুধু তাই নয়, গ্রামীণ এলাকার মানুষদের যে বেশ উপকারে লাগবে তা বলার অপেক্ষা রাখে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 4:27 PM IST
