Indian Railways: রেলমন্ত্রীর থেকে পুরস্কৃত হলেন মেচেদার আরপিএফ-এর লেডি কনস্টেবল! কারণ জানলে স্যালুট জানাবেন

Last Updated:

মেচেদা রেল স্টেশনে কর্মরত আরপিএফ-এর লেডি কনস্টেবল ভারতীয় রেল থেকে পেল বিশেষ পুরস্কার। যদিও তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নন, তবে তিনি প্রায় দু'বছরের বেশি সময় ধরে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা আরপিএফ পোস্টে কর্মরত রয়েছেন।

রেলমন্ত্রীর থেকে পুরস্কৃত মেচেদার আরপিএফ লেডি কনস্টেবল
রেলমন্ত্রীর থেকে পুরস্কৃত মেচেদার আরপিএফ লেডি কনস্টেবল
মেচেদা, সৈকত শী: মেচেদা রেল স্টেশনে কর্মরত আরপিএফ-এর লেডি কনস্টেবল ভারতীয় রেল থেকে পেল বিশেষ পুরস্কার। যদিও তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নন, তবে তিনি প্রায় দু’বছরের বেশি সময় ধরে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা আরপিএফ পোস্টে কর্মরত রয়েছেন। মেচেদা রেল স্টেশনে কর্মরত অবস্থায় এক ব্যক্তিকে রেলে কাটা পড়ার হাত থেকে বাঁচিয়েছেন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আর সেই কাজের স্বীকৃতি মিলল।
আরপিএফ পোস্ট মেচেদায় কর্মরত এলসিটি কিমিদি সুমাথিকে তার সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ সাহসিকতা পুরস্কার প্রদান করা হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভালসাদে আরপিএফ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পদক প্রদান করেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কার রেলওয়ে সম্পত্তি এবং যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রতি তার বীরত্ব, অঙ্গীকারকে তুলে ধরে।
advertisement
advertisement
ভারতীয় রেলের খড়গপুর ডিভিশন থেকে জানা যায়, ২০২৩ সালে, ২ জুন মেচেদা স্টেশনে কর্তব্যরত অবস্থায় তিনি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করা এক ব্যক্তিকে বাঁচিয়েছিলেন। তার দ্রুত পদক্ষেপ, অনুকরণীয় সাহস এবং করুণার জন্য রেলমন্ত্রক থেকে সাহসিকতা পদক প্রদান করেন। ‘সেবা, সুরক্ষা, সতর্কতা’ আরপিএফ-এর এই নীতিবাক্যকে নিজের কর্মজীবনে প্রতিফলিত করছেন। আর সেই কাজের পুরস্কার পেলেন কিমিদি সুমাথি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিমিদি সুমাথির পুরস্কার পাওয়ার বিষয়ে মেচেদা আরপিএফ পোস্টের ইন্সপেক্টর জানিয়েছেন, “এই পুরস্কার অত্যন্ত গর্বের। লেডি কনস্টেবল কিমিদি সুমাথি নিজের জীবন ঝুঁকি রেখে ট্রেনের সামনে ঝাঁপিয়ে রেললাইন ট্রাকের ওপরে থাকা আত্মহত্যা করতে চাওয়া ওই ব্যক্তির প্রাণ বাঁচান। আর সেই কাজেরই পুরস্কার মিলল। ওই লেডি কনস্টেবলের জন্য মেচেদা আরপিএফ পোস্টের নাম উজ্জ্বল হল। আমরা সবাই গর্বিত।” দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর বিভাগ কিমিদি সুমাথির কর্মকাণ্ডের প্রশংসা করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: রেলমন্ত্রীর থেকে পুরস্কৃত হলেন মেচেদার আরপিএফ-এর লেডি কনস্টেবল! কারণ জানলে স্যালুট জানাবেন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement