Indian Railways: গা ঘিন ঘিন করত দেখে...রেলের সম্পত্তি হয়ে উঠেছিল ভবঘুরেদের ঠেক! অবশেষে কী করা হল জানেন...

Last Updated:

স্টেশনের দক্ষিণে ফুট ওভারব্রিজ বন্ধ করা হল। বারুইপুর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে সংস্কারের জন্য বন্ধ করা হয়েছে । 

ঝুঁকি নিয়ে লাইন পারাপার যাত্রীদের 
ঝুঁকি নিয়ে লাইন পারাপার যাত্রীদের 
বারুইপুর: বারুইপুর স্টেশনের দক্ষিণে ফুট ওভারব্রিজ বন্ধ করা হল। বারুইপুর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে সংস্কারের জন্য বন্ধ করা হয়েছে । এর জেরে ট্রেন ধরতে ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রীদের। হচ্ছে না কোনও ঘোষণা। নেই রেল পুলিশও। যে কোনও সময় বড় বিপদ ঘটার আশঙ্কা। যদিও বারুইপুর স্টেশন ম্যানেজার বলেন, ‘‘মাইকিং চলছে। আমরা নজর রাখছি। বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম থেকে ১ নম্বর প্লাটফর্মে যাওযার ওভারব্রিজ বন্ধ করা হয়েছে। এই ওভারব্রিজের অবস্থা এমনিতেই বেহাল ছিল। ভবঘুরেদের আশ্রয় স্থলে পরিণত হয়েছিল ওভারব্রিজ। নোংরার গন্ধে যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল।’’
যদিও অভিযোগ, এতে হুঁশ ছিল না বারুইপুর স্টেশন কর্তৃপক্ষের। এছাড়াও, ২ নম্বর ও ৩ নম্বর প্লাটফর্মে যাওযার জন্য ওভারব্রিজ থেকে শৌচালয়ের কাছে যেতে হয় যাত্রীদের। যাতে প্রতিদিন চরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয় যাত্রীদের। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর লাইন ধরে ১ নম্বর প্লাটফর্মের দিকে যাওযার পথে এই ওভারব্রিজের চাঙড় ভেঙে মৃত্যু হয়েছিল বারুইপুরের নায়েবের মোড়ের বাসিন্দা অসীমা প্রামাণিকের।
advertisement
advertisement
কোনও মাইকিং না করে ওভারব্রিজ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। অনেকেই বলেন ওভারব্রিজ দীর্ঘদিন ধরেই অযোগ্য হয়ে উঠেছিল। ভবঘুরেরা ওভারব্রিজে উঠলে পা ধরে টানতো। নোংরায় দুর্গন্ধে ঘিন ঘিন করত।
advertisement
আচমকা না ঘোষণা করে কেন বন্ধ করা হল ওভারব্রিজ। ক্ষুব্ধ যাত্রীরা বলেন, ‘‘বাধ্য হয়ে লাইন ধরে যাতায়াত করতে হচ্ছে। সন্ধ্যায় আবার ৪ নম্বর প্লাটফর্মে মালগাড়ি ঢুকিয়ে দিয়ে অবস্থা একেবারে হিমশিম খাওযার জোগাড় হয়। লাইন পেরিয়ে ১ নম্বর প্লাটফর্মে এসে তবে বাইরে যেতে হয়। সমস্যা নিয়ে উদাসীন বারুইপুর স্টেশন কর্তৃপক্ষ। অনেক বার স্টেশন ম্যানেজার কে জানান হলেও কাজ হয়নি। কতদিন ধরে এই সংস্কার চলবে তাও জানাচ্ছে না রেল।’’
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: গা ঘিন ঘিন করত দেখে...রেলের সম্পত্তি হয়ে উঠেছিল ভবঘুরেদের ঠেক! অবশেষে কী করা হল জানেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement