Indian Railways: চালু হয়ে গেল বনগাঁ রুটে প্রথম AC লোকাল, খুশিতে ডগমগ যাত্রীরা! দেখে নিন কোন স্টেশনে কখন স্টপেজ, সম্পূর্ণ সময়সূচি
- Published by:Madhab Das
- local18
Last Updated:
প্যাচপ্যাচে গরমে আর যাতায়াত নয়। এবার যাত্রীদের সুবিধায় বিভিন্ন রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। ঠিক সেই রকমই নতুন এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হল রানাঘাট শিয়ালদহ রুটে, যে এসি লোকাল ট্রেনটি বনগাঁ হয়ে যাতায়াত করবে।
নদিয়া, রঞ্জিত সরকার: প্যাচপ্যাচে গরমে আর যাতায়াত নয়। এবার যাত্রীদের সুবিধায় বিভিন্ন রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। ঠিক সেই রকমই নতুন এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হল রানাঘাট-শিয়ালদহ রুটে, যে এসি লোকাল ট্রেনটি বনগাঁ হয়ে যাতায়াত করবে। বনগাঁ রুটে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীরা যাতায়াত করে থাকেন। এই রুটগুলিতে সাধারণ যাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। আর সেই কথা মাথায় রেখেই যাত্রীদের সুবিধার জন্য নতুন এই এসি লোকাল ট্রেনটি রেলের তরফে চালু করা হয়েছে বলেই জানা যাচ্ছে।
শুক্রবার ৫ সেপ্টেম্বর থেকে রানাঘাট-বনগাঁ-শিয়ালদা রুটে এসি লোকাল ট্রেনটির শুভ সূচনা হয়। এই ট্রেনটি ভিড়ে ঠাসা বনগাঁ লাইনের যাত্রীদের স্বস্তি দেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ট্রেনটি প্রতিদিন সকাল ৭ঃ১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং বনগাঁ এসে পৌঁছবে সকাল ৭ঃ৫২ মিনিটে এবং সেখান থেকে রওনা দিয়ে সকাল ৯ঃ৩৭ মিনিটে পৌঁছবে শিয়ালদহ। ফেরার পথে শিয়ালদহ থেকে ট্রেনটি সন্ধ্যা ৬ঃ১৪ মিনিটে ছাড়বে এবং বনগাঁ পৌঁছবে, রাত ৮ঃ০৪ মিনিটে, আবার রানাঘাট পৌঁছবে রাত ৮ঃ৪১ মিনিটে।
advertisement
advertisement
এই ট্রেনের সূচনায় যাত্রীরা খুব খুশি। তবে মনে রাখতে হবে, ট্রেনটিতে চড়ার জন্য কিন্তু সাধারণ লোকাল ট্রেনের টিকিট বুক করলে হবে না। কেননা এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের তুলনায় বেশি।
advertisement
নতুন এসি লোকাল ট্রেনটি যেসব স্টেশনে স্টপেজ দেবে:
৩৩৭৬১ শিয়ালদহ ভায়া বনগাঁ রানাঘাট লোকালঃ শিয়ালদহ সন্ধ্যা ৬:১৪ মিনিটে ছাড়বে, বিধাননগর রোড স্টেশনে পৌঁছবে ৬:২১ মিনিটে, ছাড়বে ৬:২২ মিনিটে, দমদম স্টেশন পৌঁছবে ৬:২৬, ছাড়বে ৬:২৭ মিনিটে, দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে ৬:২৬, ছাড়বে ৬:২৭ মিনিটে, মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছবে ৬:৪৫, ছাড়বে ৬:৪৬ মিনিটে, বারাসত স্টেশনে পৌঁছবে ৬:৫৬ মিনিটে, ছাড়বে ৬:৫৭ মিনিটে, দত্তপুকুর স্টেশনে ৭:০৫, ছাড়বে ৭:০৬ মিনিটে, হাবরা স্টেশনে পৌঁছবে ৭:২০ মিনিট, ছাড়বে ৭:২১ মিনিটে, গোবরডাঙা স্টেশনে পৌঁছবে ৭:৩৪, ছাড়বে ৭:৩৫ মিনিটে, ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে ৭:৪০ মিনিটে, ছাড়বে ৭:৪১ মিনিটে, বনগাঁ স্টেশনে পৌঁছবে ৮:০৪, ছাড়বে ৮:১০ মিনিটে, মাঝেরগ্রাম পৌঁছবে ৮:২৫, ছাড়বে ৮:২৬ মিনিটে, রানাঘাট পৌঁছবে রাত ৮:৪১ মিনিটে।
advertisement
৩৩৭৬২ রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদহ এসি লোকালঃ রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭:১১ মিনিটে, মাঝেরগ্রাম পৌঁছবে ৭:২১, ছাড়বে ৭:২৭ মিনিটে, বনগাঁ স্টেশনে পৌঁছবে ৭:৪২, ছাড়বে ৭:৫২ মিনিটে, ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে ৮:০৫ মিনিটে, ছাড়বে ৮:০৬ মিনিটে, গোবরডাঙা স্টেশনে পৌঁছবে ৮:১১, ছাড়বে ৮:১২ মিনিটে, হাবরা স্টেশনে পৌঁছবে ৮:২৫ মিনিট, ছাড়বে ৮:২৬ মিনিটে, দত্তপুকুর স্টেশনে ৮:৩৯, ছাড়বে ৮:৪০ মিনিটে, বারাসত স্টেশনে পৌঁছবে ৮:৫২ মিনিটে, ছাড়বে ৮:৫৩ মিনিটে, মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছবে ৮:৫৮, ছাড়বে ৮:৫৯ মিনিটে, দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে ৯:১২, ছাড়বে ৯:১৩ মিনিটে, দমদম স্টেশন পৌঁছবে ৯:১৮, ছাড়বে ৯:১৯ মিনিট, বিধাননগর রোড স্টেশনে পৌঁছবে ৯:২৩ মিনিটে, ছাড়বে ৯:২৪ মিনিটে, শিয়ালদহ স্টেশনে পৌঁছবে ৯:৩৭ মিনিটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 9:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: চালু হয়ে গেল বনগাঁ রুটে প্রথম AC লোকাল, খুশিতে ডগমগ যাত্রীরা! দেখে নিন কোন স্টেশনে কখন স্টপেজ, সম্পূর্ণ সময়সূচি