Crime News: নগ্ন করে বেধড়ক মারধর, ছবি তোলা... এবার বাংলাদেশ ফেরত মৎস্যজীবীদের বিস্ফোরক অভিযোগ

Last Updated:

২২ জন অসুস্থ মৎস্যজীবীকে গতকাল কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসা করনো হয়। অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে আছে বলে জানিয়েছেন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট কৃষ্ণেন্দু রায়।

মৎস্যজীবীদের বিস্ফোরক অভিযোগ
মৎস্যজীবীদের বিস্ফোরক অভিযোগ
কাকদ্বীপ, বিশ্বজিৎ হালদার: এবার বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশ ফেরত ট্রলারের মৎস্যজীবীরা। অভিযোগ, ১৬ জনকে পিচমোড়া করে বেঁধে মারধরের পাশাপাশি তাঁদেরকে নগ্ন করেও মারা হয়েছে। নগ্ন অবস্থায় ছবি তোলা হয়েছে।
গত সোমবার কাকদ্বীপ মহকুমার ৯৫ জন মৎস্যজীবী বাড়ি ফিরেছেন। কিন্তু বাংলাদেশের নৌ সেনাদের অত্যাচারের স্মৃতি কেউ ভুলতে পারছে না। ২২ জন অসুস্থ মৎস্যজীবীকে গতকাল কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসা করনো হয়। অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে আছে বলে জানিয়েছেন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট কৃষ্ণেন্দু রায়। গত সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় মৎস্যজীবীদের ওপর মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন।
advertisement
advertisement
সোমবারই দু’দিনের গঙ্গাসাগর সফরে গিয়ে মারাত্মক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে বন্দি ভারতীয় ৯৫ জন মৎস্যজীবীদের ফেরা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে ৯৫ জনকে আনতে পেরেছিলাম। কিন্তু একজন ভয়ে লাফ দিয়েছিলেন তিনি মারা যান। তাই তাঁর পরিবারকে ২ লাখ টাকা তুলে দেওয়া হচ্ছে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছিলাম। ৯৫ জনের হাতে ১০ হাজার টাকা করে তুলে দিচ্ছি।’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল আসার মতো, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমরা একে অপরকে ভালবাসি। কিন্তু মৎসজীবীরা পরিস্থিতির শিকার। আগে মৎস্যজীবীরা মারা গেলে কেউ খুঁজে পেত না। কিন্তু আমরা এখন একটা কার্ড দি। এই কার্ডটির বিশেষত হল ওই কার্ডটির মাধ্যমে ট্র্যাক করতে পারি। আমরা জানতে পারি পুলিশ স্টেশনে ডিটেন করে রাখা হয়েছে। আমরা দুই দেশ। দুই দেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারি। একটা লোক যাতে পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে তার জন্য ব্যবস্থা করতে পেরেছিলাম।’
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: নগ্ন করে বেধড়ক মারধর, ছবি তোলা... এবার বাংলাদেশ ফেরত মৎস্যজীবীদের বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement