Astronaut Shubhanshu Shukla: ১৮ দিন মহাকাশে কাটিয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা, বছর শেষে পা রাখলেন কলকাতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Last Updated:

North 24 Parganas News: বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন তাঁর সঙ্গে সাক্ষাৎ এবং সম্মান জানানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষ কিছু কর্মসূচি নিয়েই তিনি এই কলকাতা শহরে এসেছেন বলে জানা গিয়েছে। 

মহাকাশচারী
মহাকাশচারী
উত্তর ২৪ পরগনা: শহরে পা রাখলেন মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা। মহাকাশ জয়ের গৌরব নিয়ে কলকাতায় এদিন আসেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। কলকাতা বিমানবন্দরের বাইরেই তার ছবি ধরা পড়ে। AXIOM-4 মিশন সফলভাবে শেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফেরার পর এটি তাঁর প্রথম কলকাতা সফর।
প্রায় ১৮ দিন মহাকাশে কাটিয়ে ২০২৫ সালের জুলাই মাসে পৃথিবীতে ফিরে আসেন শুভ্রাংশু শুক্লা। এরপর অগাস্টে লখনৌয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এদিন পৌঁছলেন মহানগরে। বিমানবন্দরে হাজির ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। জয় হিন্দ, জয় ভারত মহাকাশ থেকে পাঠানো তাঁর প্রথম বার্তার স্মৃতি যেন আবারও উজ্জ্বল হয়ে উঠল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
প্রায় ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছে ইতিহাস রচনা করেছেন শুভ্রাংশু। তাঁর কথায়, মহাকাশে থাকলেও তিরঙ্গা সবসময় সাহস জুগিয়েছে। AXIOM-4 মিশনে তাঁর কর্মদক্ষতা এবং সাফল্যের জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কলকাতায় তাঁর এই আগমনে শহরে তৈরি হয়েছে উৎসবের আবহ।
advertisement
বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন তাঁর সঙ্গে সাক্ষাৎ এবং সম্মান জানানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষ কিছু কর্মসূচি নিয়েই তিনি এই কলকাতা শহরে এসেছেন বলে জানা গিয়েছে।
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Astronaut Shubhanshu Shukla: ১৮ দিন মহাকাশে কাটিয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা, বছর শেষে পা রাখলেন কলকাতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না

  • সপ্তাহান্তে পারদপতন

  • থাকবে কুয়াশার দাপটও

VIEW MORE
advertisement
advertisement