Hooghly News: বিশ্বজয়ী ভারতীয় দলের প্রতিনিধির অপেক্ষায় চুঁচুড়া! খোখো-য় জিতে বাংলার গর্ব সুমন বর্মন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: দিল্লির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে ১৩-১৯ জানুয়ারি বসেছিল প্রথমবার খো খো বিশ্বকাপের আসর। পুরুষদের ২০ টি দেশ মহিলাদের ১৯ টি দেশ তাতে অংশ নেয়। পুরুষ মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ান হয় ভারত।
হুগলি: দিল্লির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে ১৩-১৯ জানুয়ারি বসেছিল প্রথমবার খো খো বিশ্বকাপের আসর। পুরুষদের ২০ টি দেশ মহিলাদের ১৯ টি দেশ তাতে অংশ নেয়। পুরুষ মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ান হয় ভারত। ফাইনালে নেপালকে ৫৪-৩৬ পয়েন্টে পরাজিত করেন ভারত। পুরুষ দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করেন সুমন বর্মন। সুমনের বাড়ি হুগলির চুঁচুড়া মিলন পল্লীতে। খুব ছোটো থেকেই খেলাধুলা পারদর্শী ছিলো সুমন। পাড়ার বাঘাযতীন মাঠে প্রথম খো খো খেলা শুরু। বর্তমানে ব্যান্ডেল হরনাথ স্কুল মাঠে প্র্যাকটিস করেন। রাজ্য দেশের হয়ে খেলে বহু পুরুষ্কার আর শংসাপত্র মিলেছে। তবে প্রথম বিশ্বকাপ জয় অন্য রকম।
সুমনের বাবা রামদেব বর্মন দিন মজুর মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন। তাদের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে মুক-বধির। মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। সুমনও কলেজে পড়ে। পাঁচ জনের সংসার চালাতে খুব কষ্ট করেন দুজনে। একটা টালির চালের ঘর। তাতে কোনো ভাবে দিন গুজরান হয়। তবু ছেলে মেয়ের খেলায় উৎসাহ দেন।
advertisement
মেয়ে রিয়া গতকাল দূর্গাপুর থেকে খো খো খেলে বড় ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে। মা কালনায় রান্নার কাজে গিয়েছিলেন তিনিও ভোরে বাড়ি ফিরেছেন। পাড়ায় সুমনের বন্ধুরা বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল।ভারত জিতছে, সুমন ভালো খেলেছে খুশি সবাই। কিন্তু বিশ্বকাপ জিতিয়েও সুমনের বাড়ির অবস্থা ফিরবে কি না তা নিয়ে দ্বিধা কাটে নি। রিয়া তার দাদার সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে। কতটা কষ্ট করে জাতীয় দলে সুযোগ পেয়েছে। সাফল্য এসেছে। কিন্তু পেটের জ্বালা মেটেনা। তাই একটা চাকরি চাই।
advertisement
advertisement
সুমনের বাবা মা বলেন,আমরা খুব গরীব তাই অন্য খেলায় ছেলে মেয়েকে দিতে পারিনি। খো খো খেলেই তারা মুখ উজ্বল করছে। কিন্তু সংসার টানতে তাদের কষ্ট করে যেতে হচ্ছে। ছেলে বিশ্বকাপ জিতেছে এবার সেই কষ্ট লাঘব হবে আশায় তারা।
advertisement
মিলন পল্লীর বাসিন্দারা জানান,সুমনের একটা চাকরির প্রয়োজন।ক্রিকেট বা ফুটবল খেলা হলে যে উন্মাদনা চোখে পড়ে খো খো খেলায় তা নেই। প্রশাসন বা জন প্রতিনিধিরা কেউ সুমনের বাড়িতে গিয়ে খোঁজও নেয়নি। তবু পাড়ার গর্ব সুমন পরশু বাড়ি ফিরলে উৎসব হবে ব্যান্ডপার্টি হবে মিলন পল্লীতে। একসময় ঠিক মত খেতে দিতে পারেননি, খেলার জুতো পোশাক কেনা ছিলো বিলাসিতা। সেই ছেলেই খো খো বিশ্বকাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে। আনন্দে চোখে জল সুমনের মা বাবার। এবার কি ভাঙা ঘরটা ঠিক হবে,অবস্থা পাল্টাবে? জানা নেই। সুমনের মা বাবা চান ছেলে খেলুক,আরো নাম করুক।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2025 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বিশ্বজয়ী ভারতীয় দলের প্রতিনিধির অপেক্ষায় চুঁচুড়া! খোখো-য় জিতে বাংলার গর্ব সুমন বর্মন
