India Pakistan Kargil War Fighter: 'বাপ কা বেটা...', কারগিল যুদ্ধে বাংলার সৈনিকের ছেলেও দেশরক্ষায়! দেখলে গর্বে বুক ফুলে উঠবে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
India Pakistan Kargil War Fighter: বাবা প্রাক্তন সেনাকর্মী। কাশ্মীরে যেখানে সংঘাত চলেছিল, সেই জায়গায় ডিউটি করে কর্মজীবন কাটিয়ে এসেছেন। কারগিল যুদ্ধের বাঙালি সৈনিকের অভিজ্ঞতা শুনলে শিউরে উঠবেন।
হুগলি: বাবা প্রাক্তন সেনাকর্মী। কাশ্মীরে যেখানে যুদ্ধ চলেছিল, সেই জায়গায় ডিউটি করে কর্মজীবন কাটিয়ে এসেছেন। তাঁর একমাত্র ছেলে এখন রয়েছেন সীমান্তে। দেশ রক্ষার কাজে নিযুক্ত।
যুদ্ধকালীন পরিস্থিতিতে ছেলে-সহ গোটা দেশের সৈনিকদের যেতে মনোবল বৃদ্ধি করা যায় এবং তাঁদের মঙ্গল কামনায় এগিয়ে এলেন গোটা গ্রামের মানুষ। ভোলেনাথের কাছে দেশের জন্য পুজো দিলেন প্রাক্তন সেনাকর্মী-সহ গোটা গ্রামের মানুষ।
আরও পড়ুন: বাংলায় বসে পাকিস্তানের নামে এ কী পোস্ট! বারাসতে দোকানের কর্মীর নামে ভয়ানক অভিযোগ, ধরে নিয়ে গেল পুলিশ
কর্মজীবনে তিনি নিজে কার্গিল যুদ্ধে দেশের হয়ে লড়াই করেছিলেন। সেনা থেকে অবসর নিয়েছেন প্রায় ১৭ বছর। ছেলে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। মধ্যপ্রদেশ জব্বলপুরে দেশ সেবায় নিযুক্ত রয়েছে তাঁর ছেলে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে প্রাক্তন সেনাকর্মী দিলীপবাবু জানান, ‘বর্তমানের যুদ্ধর পরিস্থিতি অনেক বদলেছে। আগে যেখানে সামনাসামনি যুদ্ধ হত এখন যুদ্ধটা হয় প্রযুক্তির। ভারতের কাছে অনেক অ্যাডভান্স এবং প্রযুক্তিগতভাবে উন্নত অস্ত্রশস্ত্র রয়েছে। তাই ভারতের যুদ্ধ জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।’
advertisement
advertisement
আরও পড়ুন: গোটা বিশ্বের সামনে রোজ মুখ খুলছেন পাকিস্তান সেনার যে মুখপাত্র, তিনি নিজে জঙ্গির ছেলে, যোগ লাদেনের সঙ্গে! ভয়ঙ্কর সত্য সামনে
যুদ্ধে যাতে ভারতীয় সেনা অক্ষত থাকে তার জন্যই এদিন ভগবানের কাছে পুজো দিয়ে প্রার্থনা জানালেন তিনি। এদিন মদিনা গ্রামের রামেশ্বর মন্দিরে পুজোয় শামিল হন সকল গ্রামবাসী। ভারতের জাতীয় পতাকা হাতে পুজোয় অংশ নেন তাঁরা। ঢাক বাজিয়ে, মহিলাদের শঙ্খধ্বনির মধ্যদিয়ে পুজো দেওয়া হয়। সকলের একটাই প্রার্থনা, পাকিস্তানের উপর এভাবেই কড়া প্রত্যাঘ্যাত করুক ভারতীয় সেনা।
advertisement
Rahi Haldar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 7:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Pakistan Kargil War Fighter: 'বাপ কা বেটা...', কারগিল যুদ্ধে বাংলার সৈনিকের ছেলেও দেশরক্ষায়! দেখলে গর্বে বুক ফুলে উঠবে