India Pakistan Tension: বাংলায় বসে পাকিস্তানের নামে এ কী পোস্ট! বারাসতে দোকানের কর্মীর নামে ভয়ানক অভিযোগ, ধরে নিয়ে গেল পুলিশ

Last Updated:

India Pakistan Tension: স্থানীয়দের অভিযোগ, গত পরশুদিন আবুবক্কার ব্লগ নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক। তারপর?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বারাসাত: বাংলায় থেকে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুকে পোস্ট, ভারতীয় জাতীয় পতাকা পোড়ানোর ছবিও দেখা গেল তার ফেসবুক ওয়ালে। শনিবার সকালে কাজে যোগ দিতে এসেই সহকর্মীরা ধরে পুলিশের হাতে তুলে দিল অভিযুক্ত যুবককে।
স্থানীয়দের অভিযোগ, গত পরশুদিন আবুবক্কার ব্লগ নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক। আর সহকর্মীরা সে ছবি দেখতে পেয়ে ওই যুবকের খোঁজ চালায়। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করত।
আরও পড়ুন: গোটা বিশ্বের সামনে রোজ মুখ খুলছেন পাকিস্তান সেনার যে মুখপাত্র, তিনি নিজে জঙ্গির ছেলে, যোগ লাদেনের সঙ্গে! ভয়ঙ্কর সত্য সামনে
শনিবার সকালে কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে, এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। খানিকের মধ্যে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ভারতে বসবাস করে, ভারতবিদ্বেষী এই পোস্ট মেনে নিতে পারছেন না কেউ।
advertisement
advertisement
আরও পড়ুন: এই মুহূর্তে দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর! পঞ্চম বাংলার কোন কলেজ? এক নজরে দেখুন
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তার সহকর্মী থেকে সাধারণ মানুষেরাও। এলাকার অন্যান্য কর্মীরা জানান, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হইছে। পাশাপাশি সত্যিই এই ধরনের পোস্ট তিনি সমাজমাধ্যমে করেছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Pakistan Tension: বাংলায় বসে পাকিস্তানের নামে এ কী পোস্ট! বারাসতে দোকানের কর্মীর নামে ভয়ানক অভিযোগ, ধরে নিয়ে গেল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement