India Bangladesh Border: যাচ্ছে না আদা, পেঁয়াজ, রসুন, কাঁচালঙ্কা! আসছে না মানুষ! ধু ধু ফাঁকা ঘোজাডাঙ্গা, ভারত-বাংলাদেশ অস্থিরতায় বিরাট ধাক্কা ব্যবসায়

Last Updated:

India Bangladesh Border: কমেছে দু'দেশের নাগরিকদের যাতায়াত। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রফতানি।

+
Bশুনশান

Bশুনশান ঘোজাডাঙ্গা সীমান্ত

উত্তর ২৪ পরগনা : বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে কমেছে দু’দেশের নাগরিকদের যাতায়াত। আমদানি রফতানি বন্ধের মুখে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রফতানি। দু’ থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেইসব পর্যটকরা যাতায়াত করছেন যা খুব কম। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়ল। আগে প্রতিদিন ৪০০ পণ্যবাহী ট্রাক যেত বর্তমান সংখ্যা ১০০ কম।
প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আগে ঘোজাডাঙ্গা স্থলবন্দর বা অন্য কোনও স্থলবন্দরে ভারতীয় টাকায় যে পরিমাণ বাংলাদেশের অর্থ পাওয়া যেত এখন সে পরিমাণ আর পাওয়া যায় না। এর ফলে যে সমস্ত বাংলাদেশি ভারতে আসে ডাক্তার বা এমার্জেন্সি ভিসাতে তাঁরা চরম বিপাকে পড়ছে। পাশাপাশি ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক ট্রাক আর বাংলাদেশে তেমন প্রবেশ করছে না।
advertisement
ভারতীয় ব্যবসায়ীরা এখন আর বাংলাদেশে ব্যবসা করতে চাইছে না। আগে যে পরিমাণ মুনাফা অর্জন হত বাংলাদেশে ব্যবসা করতে এখন আর সেই পরিমাণ মুনাফা অর্জন হচ্ছে না। আদা, পেঁয়াজ, রসুন, আলু, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, বিভিন্ন জীবন দায়ী ঔষধ-সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে বাংলাদেশে যেত। কিন্তু সম্প্রতি এখন আর ব্যবসায়ীরা বাংলাদেশে এই সমস্ত জিনিসপত্র পাঠাচ্ছে না।
advertisement
advertisement
তবে বাংলাদেশের এই অবস্থার কারণে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। আগে প্রতিদিন ঘোজাডাঙ্গা স্থলে বন্দর দিয়ে ১০০০ থেকে ১২০০ মানুষ যাতায়াত করত তার ফলে এই ঘোজাডাঙ্গা স্থলবন্দরে টাকা এক্সচেঞ্জের দোকান মালিকরা বেশি মুনাফা লাভ করত।
কিন্তু এখন আগের মত আর যাতায়াত হচ্ছে না দুই দেশের মধ্যে। এখন প্রতিদিন ৭০ থেকে ১০০ জন মানুষ যাতায়াত করছে। এর ফলে টাকা এক্সচেঞ্জ না হওয়ার জন্য চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে দোকানদারদের। এর পাশাপাশি যে সমস্ত ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করত এখন তাঁরা আর ব্যবসা করছে না। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা একদিকে যেমন সমস্যার মধ্যে পড়ছেন সেই সঙ্গে সঙ্গে ট্রাক চালক থেকে খালাসীরাও উপার্জনহীন হয়ে পড়ছেন। এই সীমান্ত দিয়ে প্রচুর ট্রাক ও সাধারণ মানুষেরা যাতায়াত করত এখন তা আগের মত করে না তার ফলে এই ঘোজাডাঙ্গা বন্দরের হোটেল মালিকরাও চরম বিপাকে পড়েছে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Border: যাচ্ছে না আদা, পেঁয়াজ, রসুন, কাঁচালঙ্কা! আসছে না মানুষ! ধু ধু ফাঁকা ঘোজাডাঙ্গা, ভারত-বাংলাদেশ অস্থিরতায় বিরাট ধাক্কা ব্যবসায়
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement