India Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে এ কী করল বিএসএফ! এত বড় অভিযান! কী মিলল জানেন, চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
India Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের বড় অভিযান, উদ্ধার ভয়ঙ্কর সব জিনিস।
কলকাতা: পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনী (বিএসএফ) সদস্যরা অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালানের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে এলাকার নিরাপত্তা আরও জোরদার করেছে। এই অভিযানের সময়, বিএসএফ সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টারত ৭ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশ ব্যর্থ করে তাড়িয়েই দেয়নি, বরং ৮.২ কেজি গাঁজা, নিষিদ্ধ মাদক-সহ প্রায় ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে এবং চোরাকারবারীদের কব্জা থেকে ৩০টি গবাদি পশু উদ্ধার করেছে।
৮৮ ব্যাটালিয়নের ইটাঘাটির সীমান্ত ফাঁড়ির আশেপাশে সম্ভাব্য গরু পাচার কার্যকলাপ নির্দেশকারী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। তথ্যকে গুরুত্ব সহকারে গ্রহণ করে, সমস্ত ডিউটি পয়েন্টকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং একটি বিশেষ অ্যামবুশ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। ভোর ৪:৩০ নাগাদ, অ্যামবুশ টিমের জওয়ানরা দেখতে পান যে ২০-২২ জন চোরাকারবারী গরু নিয়ে দ্রুত সীমান্তের বেড়ার দিকে এগিয়ে আসছে।
advertisement

advertisement
চোরাকারবারীদের কাছে পৌঁছানোর পর, জওয়ানরা তাদের থামতে সতর্ক করে তাদের দিকে এগিয়ে যান। বিএসএফের তৎপরতা চোরাকারবারীরা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকায় তল্লাশির সময়, দলটি মোট ১৭টি বড় আকারের এবং ৮টি মাঝারি আকারের মহিষ উদ্ধার করে।
আরও পড়ুন: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ রেখেছেন মালদহের বাবা-মা! অদ্ভুত এই ঘটনার কারণ কী? শুনেই গা রি-রি করে উঠবে!
একই দিনে, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার খবর পাওয়া গিয়েছে। নদিয়া জেলার নরসারিপাড়া সীমান্ত ফাঁড়িতে মোতায়েন ১৪৬ ব্যাটালিয়নের জওয়ানরা ৮.২ কেজি গাঁজা জব্দ করেছেন। এদিকে, ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা নিষিদ্ধ ও অবৈধ ওষুধের একটি চালান উদ্ধার করেছেন। এছাড়াও, উত্তর ২৪ পরগনা জেলায় সীমান্ত পর্যবেক্ষণকারী বিএসএফ জওয়ানরা ৭ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে বাধা দিয়ে সফলভাবে অনুপ্রবেশ ঠেকাতে সক্ষম হয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘তুমি আমার…’, অভিষেকের নতুন ৩ ছবির অভিনয় দেখে কী লিখলেন অমিতাভ? তোলপাড় বলিউডে
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র জানান, “সীমান্তে সকল ধরনের অবৈধ কার্যকলাপ নির্মূল করতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক থাকে এবং চোরাচালান বা অনুপ্রবেশের যে কোনও প্রচেষ্টা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত।”
রৌনক দত্ত চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে এ কী করল বিএসএফ! এত বড় অভিযান! কী মিলল জানেন, চক্ষু চড়কগাছ সকলের