RG Kar Protest: গান হল প্রতিবাদের ভাষা! আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বাঁধলেন সঙ্গীত শিল্পী অর্পণ
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
সম্প্রতি আরজি কর কাণ্ডে জাস্টিস চেয়ে পথে নেমেছেন সমাজের সকল স্তরের মানুষরা। ফুটবলপ্রেমী থেকে নাট্য ব্যক্তিত্ব কিংবা চিত্রশিল্পী সকলেই পা মিলিয়েছেন প্রতিবাদের মিছিলে।
হুগলি: সম্প্রতি আরজি কর কাণ্ডে জাস্টিস চেয়ে পথে নেমেছেন সমাজের সকল স্তরের মানুষরা। ফুটবলপ্রেমী থেকে নাট্য ব্যক্তিত্ব কিংবা চিত্রশিল্পী সকলেই পা মিলিয়েছেন প্রতিবাদের মিছিলে। এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদ নিয়ে গান বাঁধলেন একটি মিউজিক্যাল ব্যান্ড। তাঁদের গানের নাম অকালবোধন। সোশ্যাল মিডিয়ায় সেই গান পোস্ট হওয়ার কয়েক দিনের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ সহমত পোষণ করেছেন তাদের প্রতিবাদের গানের সঙ্গে।
আরও পড়ুনঃ চাকরি খুঁজছেন? স্নাতকোত্তর থাকলেই মিলবে মোটা টাকা! আবেদন করুন এখনই
গান শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়। গান হল একটি প্রতিবাদের ভাষা, যা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এই মতাদর্শেই দীর্ঘ কয়েক বছর ধরে স্বাধীনভাবে গান রচনা ও গান গেয়ে আসছেন অর্পণ সেনগুপ্ত। কখনো পরিযায়ী শ্রমিক, কখনবা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সমস্ত সোশ্যাল ইস্যুতেই গান বাঁধেন অর্পণ। এবার আরজি করের ঘটনার পর যা ঘটেছে যেভাবে মানুষ একত্রিত হয়ে পথে নেমেছেন এবার তাই নিয়েও প্রতিবাদের গান বাঁধলেন অর্পণ সেনগুপ্ত।
advertisement
advertisement
দক্ষিণেশ্বরের নিজের বাড়িতে বসেই চলে তাদের গানের আসর। সমাজে ঘটে যাওয়া সমস্ত ইস্যুতেই বেরিয়ে আসে তাদের গানের কথা। তার ব্যান্ডের অন্যান্য সঙ্গীরাও রয়েছেন তার এই গানের প্রতিবাদের সঙ্গে। নতুন হওয়া প্রতিবাদের এই গান কয়েক দিনের মধ্যেই মানুষের মনকে নাড়া দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কয়েক লক্ষ মানুষ সহমত পোষণ করেছে তাদের গানের সঙ্গে। এই বিষয়ে সংগীতশিল্পী অর্পণ সেনগুপ্ত বলেন, তাঁরা গান বাধেন মানুষের জন্য, সমাজের জন্য, সমাজ পরিবর্তনের জন্য। অর্পণ আরও বলেন, তাঁদের গান শুনে যাতে আরও মানুষ উজ্জীবিত হয়ে এগিয়ে আসে জাস্টিসের জন্য সেই কারণেই তাঁদের গান বাধা। শুধু তাই নয় এই গান যদি মানুষের মনে নাড়া দেয় তাহলে তা মন্ত্রী-আমলাদের কাছেও পৌঁছাবে। তাদের গানের উদ্দেশ্য ভিউস বাড়ানো বা মনোরঞ্জন করা নয় বরং মানুষের যে প্রতিবাদের স্বর তাকে আরওউজ্জীবিত করা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2024 7:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: গান হল প্রতিবাদের ভাষা! আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বাঁধলেন সঙ্গীত শিল্পী অর্পণ







