Independence Day 2024: ১৫ অগস্ট থেকে টানা চারদিনের ছুটি, উপচে পড়তে চলেছে দিঘা! থাকছে এই বিশেষ ব্যবস্থা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Independence Day 2024: স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার পর্যন্ত টানা চার দিন ছুটি। উইকেন্ড পর্যন্ত এই ভিড় থাকবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভাল লাভের আশায় মুখিয়ে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সকলেই
দিঘা: শুক্রবার ডুব দিলেই সপ্তাহান্তের বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত টানা ৪ দিনের ছুটি। হাওয়া বদলের আরেকটা সুযোগ। বর্ষার দিঘার মনোরম পরিবেশ হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। এখন সৈকত শহর জুড়ে বর্ষার মরশুম। তাই এই চার দিনের ছুটিতে অনেকেরই গন্তব্য হয়ে উঠতে চলছে বাঙালির গোয়া-দিঘা। আগে থেকেই সৈকত শহরের প্রায় সব হোটেলেই ৮০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। ১৪ অগস্ট, অর্থাৎ বুধবার বিকেল থেকেই দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়তে চলেছে।
১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রতিবছরই পর্যটকদের ভিড় নামে দিঘায়। প্রায় বছরই স্বাধীনতা দিবসের আগে-পরে জুড়ে থাকে এমন একাধিক দিনের বাড়তি ছুটি। আর সেই ফাঁকেই ছুটির আস্বাদ নিতে ভ্রমণপ্রিয় বাঙালি স্বপরিবারে নয়ত স্ববান্ধবে বেরিয়ে পড়েন দিঘার উদ্দেশ্যে। ব্যতিক্রম হচ্ছে না এবারও।
advertisement
advertisement
স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার পর্যন্ত টানা চার দিন ছুটি। উইকেন্ড পর্যন্ত এই ভিড় থাকবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভাল লাভের আশায় মুখিয়ে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সকলেই। ১৫ অগস্টকে ঘিরে চার দিনের ছুটির পরিকল্পনা বহু আগেই করে রেখেছিলেন অনেকেই। পরিকল্পনা মত আগেভাগে হোটেল বুকিংও করা হয়ে গিয়েছিল অনেকের। ফলে ভিড়ের পূর্বাভাস আগে থেকেই পাওয়া গিয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব রেল স্বাধীনতা স্পেশ্যাল এক জোড়া ট্রেন চালানোর কথা ঘোষণা করায় দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবসের এই ছুটিতে ভালো ব্যবসা হবে বলে আশাবাদী দিঘার ব্যবসায়ীরা।দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, দিঘার প্রায় ৮০ ভাগ হোটেলের ঘর বুকিং হয়ে গিয়েছে। বুধবার বিকেলের পর ভিড়টা আরও বেড়ে যাবে। রবিবার পর্যন্ত দিঘা ভিড়ে ভরপুর থাকবে বলে তিনি আশাবাদী।
advertisement
তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দিঘায় হোটেল বুকিং করা পর্যটকদের গুঞ্জন শোনা গিয়েছে। পর্যটকদের থেকে গুঞ্জন হোটেলগুলিতে বেশি ভাড়া নিয়ে। পর্যটকদের দাবি, স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে বাড়তি ভাড়া চাইছে হোটেলগুলো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হোটেল অ্যাসোসিয়েশন। মেরিন ড্রাইভে দিঘার সঙ্গে এখন এক সুতোয় বাঁধা পড়েছে মন্দারমনি, তাজপুর ও শঙ্করপুর। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রতিটি সমুদ্র সৈকতে ভিড়ের প্রভাব থাকবে। ভিড় সামাল দিতে প্রস্তুত পুলিশ প্রশাসন। বুধবার থেকে রবিবার পর্যন্ত দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার এই চার পর্যটন কেন্দ্রে নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে বাড়তি পুলিশ মোতায়েনে থাকবে বলে জানা গিয়েছে।
advertisement
দিঘায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগ নিয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহাকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানান, ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত প্রতিটি ঘাটে ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীরা হাজির থাকবেন। পর্যাপ্ত পরিমাণে নুলিয়া থাকবে সমুদ্র সৈকত জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলিতেও নজরদারি চালানো হবে। এর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে দিঘা বর্ডারে বাড়তি চেকিং-এর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2024: ১৫ অগস্ট থেকে টানা চারদিনের ছুটি, উপচে পড়তে চলেছে দিঘা! থাকছে এই বিশেষ ব্যবস্থা