Old Rickshaw Puller Hospitalised: যাত্রী তোলা নিয়ে বচসা, অটোচালকদের বেধড়ক মারে হাসপাতালে ভর্তি বৃদ্ধ রিক্সাচালক
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Old Rickshaw Puller Hospitalised: যাত্রী তোলাকে কেন্দ্র করে এদিন অটো ও রিক্সাচালকের মধ্যে তুমুল মারামারি শুরু হয় টালিগঞ্জ ৬ নম্বর রুটের গড়িয়া মোড়ে। মার খেয়ে হাসপাতালে ভর্তি হন বৃদ্ধ রিক্সাচালক
দক্ষিণ ২৪ পরগনা: যাত্রী তোলাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোল অটোচালকদের সঙ্গে রিক্সা চালকের। দু’পক্ষের মধ্যে বচসা গড়াল হাতাহাতিতে। অটোচালকের বেধড়ক মারে আহত হলেন বৃদ্ধ রিক্সাচালক। গড়িয়া মোড়ের ঘটনা।
যাত্রী তোলাকে কেন্দ্র করে এদিন অটো ও রিক্সাচালকের মধ্যে তুমুল মারামারি শুরু হয় টালিগঞ্জ ৬ নম্বর রুটের গড়িয়া মোড়ে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, গড়িয়া মোড়ের একটি রিক্সা ৬ নম্বর রুটে প্যাসেঞ্জার নামাতে গেলে তর্কাতর্কি বাঁধে ওই রুটের অটোচালকদের সঙ্গে। অটোচালকদের অভিযোগ, ওই রিক্সাচালক তাদের রুটের প্যাসেঞ্জারকে ভাঙিয়ে নিয়েছে। যদিও রিক্সাচালকদের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়। যদিও এতে ঝামেলা থামেনি। উল্টে অটোচালকরা মিলে ওই বৃদ্ধ রিক্সাচালককে বেধড়ক মারধর করে।
advertisement
advertisement
মারের সময় গড়িয়া মোড়ের কিছু রিক্সাচালক প্রতিবাদ জানাতে গেলে আরও অটোচালক এগিয়ে এসে বাকি রিক্সাচালকদের মারধর করে বলে অভিযোগ। সেইসঙ্গে রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রিক্সাগুলি ভাঙচুর করে। পাশাপাশি ওই রুটে রিক্সা চালানো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আহত রিক্সাচালক বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2024 3:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Old Rickshaw Puller Hospitalised: যাত্রী তোলা নিয়ে বচসা, অটোচালকদের বেধড়ক মারে হাসপাতালে ভর্তি বৃদ্ধ রিক্সাচালক







