Independence Day 2024: এই বাড়িতেই কাটত সুভাষচন্দ্র বসুর শারদোৎসব, ইতিহাসের আকর নেতাজির পৈতৃক বাড়ি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Independence Day 2024: এই পৈতৃক বাসভূমিতে প্রতি বছর দুর্গাপূজার সময় আসতেন নেতাজি। বনেদিবাড়ির পূজায় যেমন আনন্দ হয়, ঠিক তেমনই তিনি ও তাঁর পরিবার ,আত্মীয়জন ও এলাকাবাসীর সঙ্গে আনন্দ উপভোগ করতেন।
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: সুভাষগ্রাম রাজপুর-সোনারপুর পুরসভার অন্তর্গত। এই গ্রামের পূর্বে নাম ছিল চাংড়িপোতা। পরবর্তীকালে এই নাম পরিবর্তিত করে সুভাষগ্রাম রাখা হয়। কোনও কিছু পরিবর্তনের পিছনে যেমন কারণ থাকে, ঠিক তেমনই এই নাম পরিবর্তনের পিছনে একটি প্রধান কারণ হল স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভূমি কোদালিয়াতে।
এই পৈতৃক বাসভূমিতে প্রতি বছর দুর্গাপূজার সময় আসতেন নেতাজি। বনেদিবাড়ির পূজায় যেমন আনন্দ হয়, ঠিক তেমনই তিনি ও তাঁর পরিবার ,আত্মীয়জন ও এলাকাবাসীর সঙ্গে আনন্দ উপভোগ করতেন। তিনি প্রতিবছর অষ্টমীর দিন সকালে আসতেন এবং বন্ধুদের সঙ্গে দীঘির পাড়ে স্নান করতে যেতেন। স্নান শেষে তিনি মহাষ্টমীর অঞ্জলি দিয়ে সকলের সঙ্গে বসে ভোগ খেতেন এবং বিকেলের দিকে পরিবার এবং বন্ধুদের সঙ্গে অনেক সময় কাটাতেন। দশমীর দিন “মা “কে বিসর্জন দিয়ে তিনি আবার এলগিন রোডের বাড়িতে ফিরে যেতেন।
advertisement
আরও পড়ুন : বোমা তৈরি করতে গিয়ে হারান চোখ, এই স্বাধীনতা সংগ্রামীই পরবর্তীতে হন ছাত্রদরদী অধ্যাপক
১৯৪০ সালে তিনি শেষবারের মতো এই বাড়ি দুর্গাপুজোয় এসেছিলেন। কিন্তু তিনি কারণবশত সে বছর নবমীর দিন বিকালে ফিরে চলে গিয়েছিলেন। কালের নিয়মে পারিবারিক এই প্রাচীন পুজোর জাঁকজমক কিছুটা স্তিমিত হয়েছে। বর্তমানে পুজোর দায়িত্ব রয়েছে পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধিদের উপর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 3:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2024: এই বাড়িতেই কাটত সুভাষচন্দ্র বসুর শারদোৎসব, ইতিহাসের আকর নেতাজির পৈতৃক বাড়ি