Independence Day 2024: এই বাড়িতেই কাটত সুভাষচন্দ্র বসুর শারদো‍ৎসব, ইতিহাসের আকর নেতাজির পৈতৃক বাড়ি

Last Updated:

Independence Day 2024: এই পৈতৃক বাসভূমিতে প্রতি বছর দুর্গাপূজার সময় আসতেন নেতাজি। বনেদিবাড়ির পূজায় যেমন আনন্দ হয়, ঠিক তেমনই তিনি ও তাঁর পরিবার ,আত্মীয়জন ও এলাকাবাসীর সঙ্গে আনন্দ উপভোগ করতেন।

+
নেতাজি

নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐকিক ভাষ্য ভমি সুভাষ গ্রামে

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: সুভাষগ্রাম রাজপুর-সোনারপুর পুরসভার অন্তর্গত। এই গ্রামের পূর্বে নাম ছিল চাংড়িপোতা। পরবর্তীকালে এই নাম পরিবর্তিত করে সুভাষগ্রাম রাখা হয়। কোনও কিছু পরিবর্তনের পিছনে যেমন কারণ থাকে, ঠিক তেমনই এই নাম পরিবর্তনের পিছনে একটি প্রধান কারণ হল স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভূমি কোদালিয়াতে।
এই পৈতৃক বাসভূমিতে প্রতি বছর দুর্গাপূজার সময় আসতেন নেতাজি। বনেদিবাড়ির পূজায় যেমন আনন্দ হয়, ঠিক তেমনই তিনি ও তাঁর পরিবার ,আত্মীয়জন ও এলাকাবাসীর সঙ্গে আনন্দ উপভোগ করতেন। তিনি প্রতিবছর অষ্টমীর দিন সকালে আসতেন এবং বন্ধুদের সঙ্গে দীঘির পাড়ে স্নান করতে যেতেন। স্নান শেষে তিনি মহাষ্টমীর অঞ্জলি দিয়ে সকলের সঙ্গে বসে ভোগ খেতেন এবং বিকেলের দিকে পরিবার এবং বন্ধুদের সঙ্গে অনেক সময় কাটাতেন। দশমীর দিন “মা “কে বিসর্জন দিয়ে তিনি আবার এলগিন রোডের বাড়িতে ফিরে যেতেন।
advertisement
আরও পড়ুন : বোমা তৈরি করতে গিয়ে হারান চোখ, এই স্বাধীনতা সংগ্রামীই পরবর্তীতে হন ছাত্রদরদী অধ্যাপক
১৯৪০ সালে তিনি শেষবারের মতো এই বাড়ি দুর্গাপুজোয় এসেছিলেন। কিন্তু তিনি কারণবশত সে বছর নবমীর দিন বিকালে ফিরে চলে গিয়েছিলেন। কালের নিয়মে পারিবারিক এই  প্রাচীন পুজোর জাঁকজমক কিছুটা স্তিমিত হয়েছে। বর্তমানে পুজোর দায়িত্ব রয়েছে পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধিদের উপর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2024: এই বাড়িতেই কাটত সুভাষচন্দ্র বসুর শারদো‍ৎসব, ইতিহাসের আকর নেতাজির পৈতৃক বাড়ি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement