Independence Day: স্বাধীনতা দিবসে বিশেষ পরিষেবা হাসপাতালে! বিনা খরচে হল রোগীর জটিল অপারেশন

Last Updated:

Independence Day: রোগীর পেটের ভিতরেই টিউমার গলিয়ে তা বাইরে তরল ভাবে বের করে আধুনিক অস্ত্রপাচার হল বীরভূমের দুবরাজপুরের হাসপাতাল মনিমহেশে।

স্বাধীনতা দিবসে বিশেষ পরিষেবা হাসপাতালে!
স্বাধীনতা দিবসে বিশেষ পরিষেবা হাসপাতালে!
বীরভূমঃ রোগীর পেটের ভিতরেই টিউমার গলিয়ে তা বাইরে তরল ভাবে বের করে আধুনিক অস্ত্রপাচার হল বীরভূমের দুবরাজপুরের হাসপাতাল মনিমহেশে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ পরিষেবায় টিউমার অপারেশন বীরভূমের দুবরাজপুরের মনিমহেশ বেসরকারি হাসপাতালে। রোগীর পেটের ভিতরে থাকা টিউমার গলিয়ে তা বাইরে তরল ভাবে বের করা হয় এই অপারেশনে। বিশেষ মেডিক্যাল বোর্ড টানা ৬ ঘন্টা ধরে করে এই অপারেশন।
বীরভূমের সদাইপুরের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থুপ গ্রামের বাসিন্দা বুদ্ধদেব ডোম বিভিন্ন হাসপাতাল ঘুরে বেশি টাকা চাওয়ার জন্য অপারেশন করাতে পারেননি। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বেসরকারি হাসপাতালের বিশেষ পরিসেবায় অপারেশন হল শুধু মাত্র ওষুধের দাম দিয়ে। হাসপাতালের পক্ষ থেকে অন্য কোনও খরচ নেওয়া হল না। নেওয়া হল না বেড চার্জ , অপারেশানের কোনও খরচ, টাকা নিলনা ডাক্তারও। অপারেশন হওয়ার ৪ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলো বুদ্ধদেব।
advertisement
advertisement
বুদ্ধদেব ডোমের বাবা লিচু ডোম বলেন, “অনেক দিন ধরেই আমার ছেলে টিউমারের কারণে অসুস্থ ছিল। বর্ধমান, কলকাতা আরও অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু কোথাও সুরাহা হয়নি। কোথাও অপারেশনের কথা বললেও খরচ ছিলো প্রচুর। সেই কারণে ওর অপারেশন করাতে পারিনি । তারপরই গ্রামের একজনের থেকে দুবরাজপুরের এই হাসপাতালের খোঁজ পায়। ছেলেকে এখানে নিয়ে আসি। ওনারা স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ পরিষেবা দিয়ে আমার ছেলের অপারেশন করেন। অপারেশনের ৪ দিন পর এখন আমার ছেলে সুস্থ । অনেক দিন ধরে ও এই সমস্যায় ভুগছিলো। ছেলে সুস্থ হয়ে গেছে এটাই অনেক।”
advertisement
মনিমহেশ হাসপাতালের মেডিক‍্যালের ডাক্তার গৌরাঙ্গ  বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমাদের হাসপাতালে স্বাধীনতা দিবস হিসাবে রোগীকে আমরা এই বিশেষ পরিষেবা দিলাম। আমার কাছে কয়েকদিন আগে একটি রোগী আসেন যার অগ্ন্যাশয়ে টিউমার ছিল। তিনি বর্ধমান, কলকাতা অনেক জায়গায় ঘুরেছেন । কিন্তু কোথাও ওনার চিকিৎসা হয়নি। তারপর আমরা ওনার জন্য আমাদের হাসপাতালে একটি মেডিক‍‍্যাল বোর্ড বসায় এবং আমাদের সার্জেন ডাক্তার ওনার অপারেশন করেন । অপারেশনের পর বর্তমানে উনি এখন সুস্থ ।’
advertisement
মনিমহেশ হাসপাতালের সিও & জিএম চিরন্তন চট্টরাজ বলেন , “এই জটিল রোগে আক্রান্ত রোগীটি আমাদের কাছে আসেন । উনি অনেক জায়গায় ঘুরেছেন। কোথাও তাঁর চিকিৎসা সম্ভব হয়নি তো কোথাও আবার অপারেশনের জন্য তার কাছে মোটা অংকের টাকা চাওয়া হয়েছে। অবশেষে তিনি আমাদের কাছে আসেন । আমরা ওনার জন্য একটি বিশেষ মেডিক‍‍্যাল বোর্ড গঠন করি এবং তারপরই ওনার অস্ত্রোপচার করি। অপারেশনর পর বর্তমানে এখন উনি সুস্থ , তার কাছে শুধু মাত্র ওষুধের খরচা নেওয়া হয়েছে।” উল্লেখ্য বীরভূমের দুবরাজপুরের মনিমহেষ হাসপাতাল এর আগেও রোগীদের নিখরচে বিভিন্ন পরিষেবা দিয়েছে।  সমাজ সেবায় বীরভূমে বিশেষ জায়গা দখল করেছে এই মনিমহেষ হাসপাতাল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day: স্বাধীনতা দিবসে বিশেষ পরিষেবা হাসপাতালে! বিনা খরচে হল রোগীর জটিল অপারেশন
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement