West Bengal News: বোর্ড গঠন হবে, গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা

Last Updated:

West Bengal News: বোর্ড গঠনের পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল গ্রাম পঞ্চায়েত অফিস।

+
পঞ্চায়েত

পঞ্চায়েত অফিসে ছড়ানো হচ্ছে গঙ্গাজল

তমলুক: গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে পুরো পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা। ৯ তারিখ থেকে পঞ্চায়েত বোর্ড গঠন শুরু হয়েছে। বোর্ডের প্রধান ও উপপ্রধান নির্বাচন হল। শহীদ মাতঙ্গিনী ব্লকে ৯ আগস্ট বুধবার গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শাসকদলকে সরিয়ে এই প্রথম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল গ্রাম পঞ্চায়েত অফিস।
এদিন পঞ্চায়েত বোর্ড গঠন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রামপঞ্চায়েত। এখানে মোট ১৪ টি আসনের মধ্যে ১০টি আসন পায় বিজেপি, তৃণনূল কংগ্রেস ৩টি আসন, এবং সিপিএম ১ টি আসন। বোর্ড গঠনের আগে জয়ী প্রার্থীদের একত্রিত করে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করে। দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এবারে বিজেপি দখলে এল খারুই ২ গ্রামপঞ্চায়েত। খারুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন জয়শ্রী গুছাইৎ সাহু এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন মানিক লাল দাস। উৎসবের মেজাজে মেতে ওঠে খারুই ২ গ্রামপঞ্চায়েত এলাকার মির্জাপুর গ্রাম।
advertisement
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকের ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি ব্লকের ৫২ টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকে এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করেছে বিজেপি।
advertisement
একটি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর শহীদ মাতঙ্গিনী ব্লকে ভারি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই গ্রাম পঞ্চায়েত অফিস গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল।
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বোর্ড গঠন হবে, গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement