Income Tax Raid: পোলবার মদের কারখানায় আয়কর হানা, ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও চলছে তল্লাশি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Income Tax Raid: স্থানীয় সূত্রে খবর, হুগলী জেলার পোলবার মহানাদে অ্যালপাইন ডিসটিলারিস প্রাইভেট লিমিটেড কোম্পানির কারখানায় আয়কর হানা অব্যাহত।
হুগলি: আবারওআয়কর হানা হুগলিতে। সার কারখানার পর এবার মদের কারখানায় আয়কর দফতরের অধিকারীরা। ১০ টি গাড়িতে প্রায় ৩০ জনের আধিকারিক এর দল হানা দেয়। ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো বিভিন্ন নথি পত্র খতিয়ে দেখছেন তদন্ত কারি সংস্থার আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায়।
স্থানীয় সূত্রে খবর, হুগলী জেলার পোলবার মহানাদে অ্যালপাইন ডিসটিলারিস প্রাইভেট লিমিটেড কোম্পানির কারখানায় আয়কর হানা অব্যাহত। কেন্দ্রীয় জওয়ানদের সাথে নিয়ে মঙ্গলবার ভোরে প্রায় ৩০ জনের একটি দল হানা দেয় কারখানায়। ১০টির বেশী গাড়ি করে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ভারত সরকারের ‘মিনিস্ট্রি অফ ফিনান্স’ একাধিক গাড়ি কারখানার ভিতরে প্রবেশ করতে দেখা যায়। সূত্রের খবর, কোম্পানী বিভিন্ন কাগজ পত্র পরীক্ষা নিরিক্ষা করে দেখছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সেখানেই শেষ ৩০ ঘন্টা ধরে তল্লাশি চালাচ্ছেন তদন্ত কারি আধিকারিকরা।
advertisement
advertisement
বুধবার ভোরে আয়কর দফতরের আধিকারীকরাদের একটি দল সিআরপিএফ নিয়ে মদ কারখানায় তল্লাসী অভিযানে আসে। কারখানার অ্যাকাউন্টসের কর্মিদের জিজ্ঞাসাবাদ শুরু করে,নথি খতিয়ে দেখা চলে ৩০ ঘন্টার বেশি সময় ধরে।কারখানার অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখার্জীকে অবশ্য দেখা যায়নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মঙ্গলবার সাধারন শ্রমিকরা কাজে যোগ দিতে এলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। বুধবার তাই নতুন করে কাজে যোগ দেওয়ার জন্য কোনো শ্রমিকের দেখা মেলেনি। কারখানার গেট দিয়ে দেখা যায়, সকালে আয়কর আধিকারিকরা ভিতরে পায়চারি করছেন। সিআরপিএফ জওয়ানরা কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন, তাতে কয়েকজন মহিলাও রয়েছেন।
advertisement
—– রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 7:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Income Tax Raid: পোলবার মদের কারখানায় আয়কর হানা, ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও চলছে তল্লাশি