West Bardhaman News: ২৪ ঘন্টার বেশি সময় ধরে ম্যারাথন অভিযান! জেলায় আয়কর হানা নিয়ে চাঞ্চল্য
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
West Bardhaman News: বুধবার মোট ৫ জায়গায় যে অভিযান চলছিল, তা এখন ৩ জায়গায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের বাড়িতে অভিযান এখনও চলছে বলে খবর।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বুধবার শুরু হওয়া অভিযান আকার নিয়েছে ম্যারাথন অভিযানের। রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে শুরু হওয়া অভিযানের সূত্র ধরে জেলার পাঁচ জায়গায় হানা দিয়েছে আয়কর দফতর। গত বুধবার ভোর পাঁচটা নাগাদ প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের বিশেষ দল। ন’টি গাড়িতে এসে হানা দেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন প্রাক্তন বিধায়কের বাড়ি। আর তারপর আসানসোল, বার্নপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে আয়কর দফতর।
প্রসঙ্গত, প্রাক্তন বিধায়ক সোহারাব আলির বাড়িতে আয়কর তল্লাশি শেষ হয় ১৯ ঘন্টা পরে। কিন্তু ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ এবং শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতে আয়কর হানা অব্যাহত ছিল বৃহস্পতিবার পর্যন্ত। তবে গত বুধবার মোট ৫ জায়গায় যে অভিযান চলছিল, তা এখন ৩ জায়গায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের বাড়িতে অভিযান এখনও চলছে বলে খবর। তবে তৃণমূল প্রাক্তন বিধায়ক সোহারাব আলির বাড়িতে যে অভিযান চলছিল, তা রাত ১২ টার শেষ হয়ে যায় বলে খবর। তার বাড়িতে ভোর ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ১৯ ঘন্টা অভিযান চলে।
advertisement
আরও পড়ুন – ব্লু-প্রিন্ট হয়েছিল ‘চণ্ডিগড়ে’! হামলার প্ল্যান ছিল আজই! সংসদ ভবনের ঘটনায় বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের! এখনও পর্যন্ত গ্রেফতার ৬
অন্য দিকে, ব্যবসায়ী ইমতিয়াজের ঘনিষ্ঠ সুজিত সিংয়ের বাড়ি থেকে আয়কর দফতরের অধিকারিকরা বেরিয়ে যান এ দিন ভোর ৪টে নাগাদ। সূত্রের খবর বেশ কিছু ব্যবসা কেন্দ্রিক কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে গিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
তবে অভিযান এখনও চলছে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান ও ইমতিয়াজের হিসাব রক্ষক পঙ্কজ আগরওয়াল বাড়িতে। তা ছাড়াও শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতে অভিযান চলছে বলে খবর।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: ২৪ ঘন্টার বেশি সময় ধরে ম্যারাথন অভিযান! জেলায় আয়কর হানা নিয়ে চাঞ্চল্য