Hooghly News: শীতের পিকনিকে গড় মন্দারণে মিলছে না সঠিক পরিষেবা, মন খুশি নেই পর্যটকদের
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
ভগ্নদশা গড় মান্দারণ আবার নতুন করে সেজে উঠলেও তেমনভাবে উন্নয়ন হয়নি এমনটাই দাবি করছেন পর্যটকেরা।
গোঘাট: গোঘাটের গড় মান্দারণ অনেকদিন আগেই সরকার থেকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছেন। ভগ্নদশায় পড়ে থাকা এই মান্দারণ আবার নতুন করে সেজে উঠছে জেলা পরিষদের উদ্যোগে। শীতের সময় এখানে পিকনিক করতে আসেন পর্যটকেরা। বহু দূর দুরান্ত থেকে সাধারণ মানুষ এখানে ভিড় জমায়। কিন্তু নতুন করে বিভিন্ন পরিকাঠামো সাজিয়ে তুললেও তেমনভাবে উন্নয়ন হয়নি এমনটাই দাবি করছেন পর্যটকেরা।
জানা যায় এক সময় এই পর্যটন কেন্দ্রে জঙ্গলে বিভিন্ন পশু পাখি দেখা যেত কিন্তু আস্তে আস্তে তা এই মান্দারণে বিলুপ্ত হয়ে গেছে। তাই পর্যটকদের একটু হলেও হতাশা। এমনকি এখানে পর্যাপ্ত পরিমাণে বিশেষ করে জল এবং শৌচাগারেরপরিষেবা সেভাবে নেই। বনভোজন এবং পিকনিক করার স্পট নোংরা আবর্জনায় পরিপূর্ণ। রীতিমতো এই ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র উন্নয়নের দাবি তুলেছেন স্থানীয় থেকে পর্যটকেরা।
advertisement
advertisement
এই বিষয়ে এক পর্যটক জানান, মান্দারণ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এমনকি সরকার থেকেও এই জায়গাটিকে সাজিয়ে তুলছেন। তাই আমরা প্রত্যেকে ঠিক করেছিলাম এখানে পিকনিক করবো। কিন্তু এখানে নতুন ভাবে সাজানো-গুছানো দেখা যায়নি। এই জায়গাটি সুন্দর পরিবেশ থাকলেও সরকারিভাবে নজর না রাখার জন্য অনেক কিছু প্রায় হারিয়ে যাচ্ছে। তাই সে সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করার জন্য সরকারকে আবেদন করবেন।
advertisement
ঘুরতে আসা এক মহিলার বক্তব্য বহুবার এই পর্যটন কেন্দ্রে এসেছি। শান্ত নিরিবিলি এবং পরিবেশের দিক থেকে যথেষ্ট ভালো জায়গা। আগে হরিণ, ময়ূর বিভিন্ন পাখি থাকতো এই জঙ্গলের মধ্যে না থাকার জন্য একটু হলেও মনটা খারাপ। দ্রুত এই কেন্দ্রটি আরওউন্নয়ন করুক সরকারের কাছে দাবী জানিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 3:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শীতের পিকনিকে গড় মন্দারণে মিলছে না সঠিক পরিষেবা, মন খুশি নেই পর্যটকদের