BJP Bangla Bandh: দিনভর বন্ধের জেরে তীব্র উত্তেজনা হুগলি জুড়ে! মাথা ফাটল বিজেপি কর্মীদের, হিমশিম পুলিশও
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
BJP Bangla Bandh: গোটা জেলা জুড়ে বনধের প্রভাব থাকলেও দিনভর খোলা ছিল বাজার হাট। মাছের দোকান থেকে কাঁচা সবজি কিংবা মুদিখানার দোকান সেসব খোলা ছিল। সিঙ্গুরে এলাকায় মন্ত্রী বেচারাম মান্না বেরিয়ে পড়েন বনধের বিরোধিতা করতে।
হুগলি: উত্তরপাড়া থেকে চুঁচুড়া, ব্যান্ডেল কিংবা তারকেশ্বর সর্বত্রই পড়ল বাংলা বন্ধের প্রভাব। অশান্তি, হিংসা, মারামারিতে আহত কমপক্ষে ১৫ জন। হিন্দমোটর স্টেশনের গন্ডগোলেই মাথা ফেটেছে পাঁচজন বিজেপি কর্মীর। গুরুতর আহত দুই বিজেপি কর্মীকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে। বন্ধের দিন সকাল থেকেই বিজেপি কর্মীদের রেল অবরোধের খবর উঠে আসছিল বিভিন্ন জায়গা থেকে। কোন্নগর, চন্দননগর, উত্তরপাড়া, সব জায়গাতেই বিজেপি কর্মীরা রেল অবরোধ করে।
মানকুন্ডু স্টেশনে দীর্ঘক্ষণ ধরে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন আটকে চলে বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতাদের ছত্রভঙ্গ করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের প্রয়োগ করতে হয় পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। অপরদিক থেকে পুলিশের উপরেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বিক্ষোভের আঁচ, উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা হিন্দমোটর স্টেশনে রেল অবরোধ করতে আসলে খণ্ডযুদ্ধ লেগে যায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। কম করে পাঁচজন বিজেপি কর্মীর মাথা ফাটে। গুরুতর আহত দুই বিজেপি কর্মীকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতির জন্য তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
গোটা জেলা জুড়ে বনধের প্রভাব থাকলেও দিনভর খোলা ছিল বাজার হাট। মাছের দোকান থেকে কাঁচা সবজি কিংবা মুদিখানার দোকান সেসব খোলা ছিল। সিঙ্গুরে এলাকায় মন্ত্রী বেচারাম মান্না বেরিয়ে পড়েন বনধের বিরোধিতা করতে। বাজারে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP Bangla Bandh: দিনভর বন্ধের জেরে তীব্র উত্তেজনা হুগলি জুড়ে! মাথা ফাটল বিজেপি কর্মীদের, হিমশিম পুলিশও