IMD Weather Alert: হাতে আর সময় নেই একেবারেই...! কিছুক্ষণেই কলকাতা-সহ জেলায় জেলায় তুমুল বৃষ্টি, আপনার জেলায় নামবে কখন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
IMD Weather Alert: স্বাধীনতা দিবসের দিন দেখে নিন বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার আবহাওয়া। এই তিন জেলা রাঢ় বাংলার মুখ্য জেলাগুলোর মধ্যে অন্যতম। এই জেলাগুলিতে রয়েছে প্রাকৃতিক ভূ-বৈচিত্র। যার জন্য আবহাওয়া কিছুটা চরমভাবাপন্ন।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: স্বাধীনতা দিবসের দিন দেখে নিন বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার আবহাওয়া। এই তিন জেলা রাঢ় বাংলার মুখ্য জেলাগুলোর মধ্যে অন্যতম। এই জেলাগুলিতে রয়েছে প্রাকৃতিক ভূ-বৈচিত্র। যার জন্য আবহাওয়া কিছুটা চরমভাবাপন্ন। প্রথমেই আলোকপাত করা যাক বাঁকুড়া জেলার দিকে। স্বাধীনতা দিবসের দিন বাঁকুড়ার আবহাওয়ার পুরুলিয়া এবং ঝাড়গ্রামের আবহাওয়ার সঙ্গে মিল রয়েছে। বর্তমান সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভব হচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস এর মত। রোদ-ছায়া আবহাওয়া থাকার কারণে, অনুভূত তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পরপর দুইদিন অর্থাৎ শনিবার এবং রবিবার আবহাওয়া থাকবে একই রকম। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৫২ মিনিট, এবং রাত ১৩ ঘণ্টা ৫১ মিনিট।
হাওয়ার গুণগতমান ২৯! হাওয়ার গুণমান বেশির ভাগ ব্যক্তির জন্য সাধারণভাবে গ্রহণযোগ্য। তবে সংবেদনশীল গোষ্ঠীর মানুষরা দীর্ঘকালীন সংস্পর্শের কারণে হালকা থেকে মাঝারি লক্ষণে ভুগতে পারেন। অপরদিকে পুরুলিয়া জেলার আবহাওয়া থাকছে মেঘলা। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা অনুভূত হবে 38 ডিগ্রি সেলসিয়াস মত। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৮%। শুক্রবার শনিবার এবং রবিবার থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৫৬ মিনিট এবং রাতের দৈর্ঘ্য ১৩ ঘন্টা ৫০ মিনিট। বাতাসের গুণগতমান থাকছে ২৫। তবে বাতাসে ধূলিকণার পরিমাণ থাকছে স্বাভাবিকের থেকে একটু বেশি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতার কাছেই ‘ভার্জিন’ এই সমুদ্র সৈকত! কিন্তু আজও খোঁজ পাননি ৯০% মানুষই, চলতি ছুটিতে গাড়ি থাকলে ঘুরে নিন
জঙ্গলমহল বেল্টের অন্যতম মুখ্য নতুন জেলা ঝাড়গ্রাম। স্বাধীনতা দিবসের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস মত। তবে বাঁকুড়া এবং পুরুলিয়ার চেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এই জেলায়। দুপুর দু’টো থেকে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০%। শুক্রবার শনিবার এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দিনের দৈর্ঘ্য তার চেয়ে ১২ ঘণ্টা ৫৬ মিনিট, রাতের দৈর্ঘ্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট। বাতাসের গুণগত মান গ্রহণযোগ্য ২৯।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Weather Alert: হাতে আর সময় নেই একেবারেই...! কিছুক্ষণেই কলকাতা-সহ জেলায় জেলায় তুমুল বৃষ্টি, আপনার জেলায় নামবে কখন?

