Purulia News : ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায় , কেমন থাকছে পুরুলিয়া!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রবল গতিতে বইবে দমকা হাওয়া , দক্ষিণের একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি!
পুরুলিয়া: দুর্যোগ যেন কাটছে না। বৃষ্টি কমলেও সকাল থেকেই আকাশ ঢেকেছে মেঘে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় , জেলায়। জেলা পুরুলিয়াতেও ভোরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে দেখা গিয়েছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে আপাতত আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায়। জেলাগুলিতে জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। বাকি জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে জারি থাকবে বৃষ্টির সিলসিলা।
advertisement
একইসঙ্গে উত্তরবঙ্গে টানা ঝড়-বৃষ্টি চলছে। উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, মালদা, দক্ষি দিনাজপুরে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে কমতে পারে দুর্যোগ।
advertisement
নিম্নচাপ কাটলেও নিয়ম করে চলছে বৃষ্টি। কলকাতাতেও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আগামী বুধবার অবধি গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। তারপর বদলাতে পারে আবহাওয়া।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 9:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায় , কেমন থাকছে পুরুলিয়া!

