South 24 Parganas News: উপকূলীয় এলাকার মৎস্যচাষীদের করতে হবে সিএএ ফর্ম ফিলাপ! জানুন নতুন নিয়ম

Last Updated:

জানেন কি এবার উপকূলীয় এলাকায় মৎস্যচাষ করতে হলে নিতে হবে অনুমতি। কোস্টাল আ্যকোয়াকালচার অথরিটির কাছ থেকে সেই অনুমতি নিতে হবে। এই আইন উপকূলীয় রেখা(কোস্টাল লাইনের) জন্য কার্যকরী হবে।

+
উপকূলীয়

উপকূলীয় এলাকা

দক্ষিণ ২৪ পরগনা: জানেন কি এবার উপকূলীয় এলাকায় মৎস্যচাষ করতে হলে নিতে হবে সিএএ-এর অনুমতি। কোস্টাল আ্যকোয়াকালচার অথরিটি বা সিএএ-র কাছ থেকে এই অনুমতি নিতে হবে। এই আইন উপকূলীয় এলাকার (কোস্টাল লাইনের) জন্য কার্যকরী হবে।
উপকূলের সীমানা থেকে ২ কিলোমিটার ভিতর পর্যন্ত নদী এবং খাঁড়ির জন্য এই আইন কার্যকরী হবে। এই সমস্ত এলাকায় মাছচাষ, চিংড়িচাষ-সহ সমস্ত কিছুর ক্ষেত্রে এই আইন কার্যকর হবে। নিয়মটি বিস্তারিত জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যচাষীদের সম্প্রতি অবগত করেছেন কোস্টাল আ্যকোয়াকালচার অথরিটির ডাইরেক্টর পি শঙ্করা রাও। সমস্ত মৎস্যচাষীদের এই সিএএ ফর্ম ফিল আপ করতে হবে বলে জানা গিয়েছে। না হলে ভবিষ্যতে পড়তে পারেন বিপদে।
advertisement
advertisement
এই ফর্ম ফিল আপ করা না হলে ভবিষ্যতে ৩ বছরের জেল অথবা এক লাখ টাকার মত জরিমানাও হতে পারে‌। এছাড়াও উৎপাদিত ফসল নষ্ট অথবা কোস্টাল লাইনের কাছে মৎস্যচাষের উপর নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে। ফলে খুব শীঘ্রই এই সিএএ ফর্ম ফিল আপ করতে হবে উপকূলীয় এলাকার মৎস্যচাষীদের। না হলে ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারেন তাঁরা। ফর্ম ফিল আপ করলে আর সমস্যা নেই তাদের।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: উপকূলীয় এলাকার মৎস্যচাষীদের করতে হবে সিএএ ফর্ম ফিলাপ! জানুন নতুন নিয়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement