East Bardhaman News: ঘুমিয়েছিলেন গৃহবধূ, আচমকাই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা! মাতৃহারা দুই শিশু

Last Updated:

Snake bite death: ঘুমিয়ে থাকা অবস্থায় যা ঘটল এই মহিলার সঙ্গে তা জানলে আপনারা চমকে উঠবেন। ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার এক গৃহবধূর।

প্রতিবেশী মহিলারা 
প্রতিবেশী মহিলারা 
পূর্ব বর্ধমান: ঘুমিয়ে থাকা অবস্থায় যা ঘটল এই মহিলার সঙ্গে তা জানলে আপনারা চমকে উঠবেন। ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার এক গৃহবধূর। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত বাঘাসন গ্রামে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের বাঘাসন গ্রামের গৃহবধূ টুম্পা সাঁতরা।
সারাদিন সংসারের যাবতীয় কাজ সামলে রাতেরবেলায় খাওয়াদাওয়া শেষ করে তাঁর দুই শিশুকন্যাকে নিয়ে তক্তার উপর শুয়ে ছিলেন গৃহবধূ। ঘুমানোর সময় টুম্পার ডান হাত তক্তার নিচে, অর্থাৎ মাটির দিকে নেমে যায়। আর তারপরই ঘটে যায় ভয়াবহ দূর্ঘটনা। আচমকাই টুম্পার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ।
advertisement
advertisement
পরবর্তীতে টুম্পার হাতে যন্ত্রণা শুরু হলে ঘুম ভেঙে যায়। এর পর তিনি বিষয়টি পরিবারের লোকেদের জানান। তড়িঘড়ি টুম্পাকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত টুম্পার শেষরক্ষা হয়নি, সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত টুম্পার প্রতিবেশী বাপন দলুই বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। অল্পবয়সে মেয়েটাকে প্রাণ হারাতে হল, ছোট্ট দুই শিশু এই বয়সেই তাদের মা হারাল।”
advertisement
আরও পড়ুন: কেন দেরি হচ্ছে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে? কারণ জানলে বিস্মিত হবেন
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে, মৃত টুম্পা সাঁতরার দেহ থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। এই ঘটনার জেরে অল্প বয়সে মা হারাতে হল দুই ছোট্ট শিশুকে, পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ঘুমিয়েছিলেন গৃহবধূ, আচমকাই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা! মাতৃহারা দুই শিশু
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement