উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!

Last Updated:

কালীপুজোর পরের দিন সন্ধ্যা যেন হয়ে উঠল আরও সুমধুর। দুই আধিকারিক এর গানে মেতে উঠল এদিনের সন্ধ্যা। উপভোগ করলেন সকলে।

+
গানে

গানে গানে দুই আধিকারিক

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এলাকার আইন শৃঙ্খলা যার হাতে, কখনও লাঠি হাতে দেখা গিয়েছে তাকে। কখনও আবার এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বাইকে করে ঘুরে বেড়িয়েছেন এলাকায়। যাকে সবাই এলাকায় খুব গম্ভীর এবং রাফ-টাফ বলেই জানেন, তাকেই এ দিন দেখা গেল অন্য ভূমিকায়। গায়ে নেই উর্দি, হাতে নেই লাঠি। অন্যদিকে তার হাতে রয়েছে একটি সুন্দর গিটার। যার গম্ভীর গলায় ভয় পেতেন আসামিরা সেই পুলিশ অফিসারকেই দেখা গেল গান গাইতে। বাংলা, হিন্দি পুরানো নানান গান তার গলায় নতুনভাবে এক মাত্রা পেল। তিনি পেশাগত শিল্পী নন, কাজের চাপে তার প্র্যাকটিস করাও হয় না। তবে তার গিটারের সঙ্গে গানের গলা নেহাত খারাপ নয়। একইভাবে আরেক উচ্চপদস্থ পুলিশকর্তাকেও দেখা গেল গান গাইতে। স্বাভাবিকভাবে কালীপুজোর পরের দিনের সন্ধ্যা যেন হয়ে উঠল আরও রোমাঞ্চকর। দুই আধিকারিক এর গান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন আগত দর্শনার্থীরা। এক নতুন ভূমিকায় দেখা গেল আইসি এবং এসডিপিওকে।
আরও পড়ুন: কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত জঙ্গলমহল এলাকার কেশিয়াড়ি। জঙ্গলমহলের এই এলাকার আইন-শৃঙ্খলার দায়িত্ব তার হাতে। তিনি কেশিয়াড়ি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কেশিয়াড়ি আইসি বিশ্বজিৎ হালদার। বরাবরই সুঠাম চেহারা এবং তার গম্ভীরতার কারণে সবাই তাকে রাফ এন্ড টাফ বলেই জানতেন। রাস্তায় তিনি বের হলে বেশ ভয়েই থাকত অপরাধীরা। তবে গ্রাম রক্ষা কমিটির আয়োজনে থানার কালী মন্দিরে আয়োজিত কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্য ভূমিকায় দেখা গেল তাকে। গিটারের সুরে গলা মিলালেন হিন্দি ও বাংলা গানে। বেশ কিছুক্ষণ তার গান উপভোগ করলেন সকলে। সারাদিনই ব্যস্ত থাকেন তিনি। জঙ্গলমহলের এত বড় এলাকার আইন শৃংখলার তদারকি করতে হয় তাকে। তবে তার যে এত প্রতিভা তা জানতেন না আর কেউ। এদিন আইসি বিশ্বজিৎ হালদারের প্রশংসা করেছেন সকলে।
advertisement
অন্যদিকে কম যাননি বেলদা পুলিশ মহকুমা আধিকারিক রিপন বউল। মাইক্রোফোন হাতে দেখা গেল তাকেও। মঞ্চে একদিকে কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বেলদা পুলিশ সার্কেলের সার্কেল ইন্সপেক্টর অন্যদিকে মহকুমা পুলিশ আধিকারিক। মাইক্রোফোন হাতে দারুণ দারুণ গান শোনালেন এসডিপিও। সবাই জানেন তারা পুলিশ। তাদের বোধহয়, গান-বাজনা বা সংস্কৃতি চর্চা আসে না। বরাবরই তাদের লাঠি হাতে কিংবা বন্দুক হাতে অপরাধ মোকাবিলায় কাজ করতে হয় সারাদিন। তবে এসডিপিও থেকে আইসির এমন প্রতিভা তা আগে জানত না কেশিয়াড়িবাসি।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে কালীপুজোর পরের দিন সন্ধ্যা যেন হয়ে উঠল আরও সুমধুর। দুই আধিকারিক এর গানে মেতে উঠল এদিনের সন্ধ্যা। উপভোগ করলেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement