West Bengal news: রাস্তায় আর একটাও দুর্ঘটনা ঘটবে না! রাত জেগে দুই যুবক যা করলেন, চমকে উঠবেন আপনিও!
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
West Bengal news: পথ দুর্ঘটনা রোধ করতে রাতের শহরে অভিনব উদ্যোগ ডোমকলের দুই যুবকের। বড়রা যে কাজে টালবাহানা করে, ছোটদের কাছে সেই কাজ যেন হয়ে যায় খেলার ছলে। এবং বড়দের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তোমরা যাকে অবহেলা করছ, সে-ই একদিন সুযোগের সৎ ব্যবহার করে তোমাকে ছাড়িয়ে যেতে পারে।
মুর্শিদাবাদ: পথ দুর্ঘটনা রোধ করতে রাতের শহরে অভিনব উদ্যোগ ডোমকলের দুই যুবকের। বড়রা যে কাজে টালবাহানা করে, ছোটদের কাছে সেই কাজ যেন হয়ে যায় খেলার ছলে। এবং বড়দের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তোমরা যাকে অবহেলা করছ, সে-ই একদিন সুযোগের সৎ ব্যবহার করে তোমাকে ছাড়িয়ে যেতে পারে। আর রাত হলেই ঠিক সেই রকমই প্রশাসনের অবহেলায় ফেলে রাখা কাজ করে দেখাল ডোমকল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জিতপুর নতুনপাড়ার নাইম মন্ডল ও সুমন মন্ডল নামের দুই তরুণ।
প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন থেকে শুরু করে মুমূর্ষু রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স রানীনগর গোধনপাড়া হয়ে মহকুমার সদর শহর ডোমকলে যাতায়াত করে। গোধনপাড়া থেকে ডোমকল এসডিও মোড়ের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। পুরো রাস্তাটা যানবাহন চলাচলের উপযোগী। কিন্তু জোড়া ব্রিজের বেশ কিছুটা আগে জিতপুর নতুন পাড়ার কাছে রাস্তার একটি অংশ বহু দিন থেকে ভেতরের দিকে ধ্বসে গিয়ে একটি অংশ বসে যায়। এই বর্ষাতে সেই বসে যাওয়া একটি অংশে একটি গভীর গর্তের সৃষ্টি হয়। যার ফলে নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা প্রায়ই হতে থাকছে। ক্ষতি হচ্ছে যানবাহন সহ মানুষের। বেশ কয়েক দিন আগে মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে গিয়ে ওই গর্তে মোটর বাইক পড়ে এক মহিলার রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়। তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। টালমাটাল ডোমকল পৌরসভার পক্ষ থেকেও ওই রাস্তার ভাঙ্গা অংশ সারাই করার কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
advertisement
advertisement
রাত হতেই বাড়ির ছাদে বসে নইম মন্ডল নামের এক তরুণ আরও একটি দুর্ঘটনার সাক্ষী হয়। তারপরেই তার বন্ধু সুমন মন্ডলকে ডেকে গভীর রাতেই রাস্তার পাশে পড়ে থাকা বেশ কিছু ইটের টুকরো ও দুই বস্তা মাটি ফেলে সেই রাস্তা কিছুটা হলেও আপতকালীন ভাবে মেরামত করে সমান করে দেয়। যেন রাত্রে আর কোন যানবাহনের দুর্ঘটনা না ঘটে ওই গর্তে পড়ে।
advertisement
দুই বন্ধু জানিয়েছেন, স্থানীয়রা ডোমকল প্রশাসন ও ডোমকল পৌরসভায় বারবার জানানো সত্বেও এই ভাঙ্গা অংশ ঠিক করার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকদিন আগে এই গর্তে একটি বাইক পড়ে এক মহিলা মারা যায়। শুধু এখানেই শেষ না, প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা হয়েই থাকছে এখানে ওই গর্তের কারণে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তারা ডোমকল প্রশাসন ও ডোমকল পৌরসভার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। নয়তো আবারও বৃষ্টির পর আরও বড় হয়ে উঠবে সেই গর্ত। আবারও কোনও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকবে ডোমকল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জিতপুর নতুনপাড়ার বাসিন্দারা।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: রাস্তায় আর একটাও দুর্ঘটনা ঘটবে না! রাত জেগে দুই যুবক যা করলেন, চমকে উঠবেন আপনিও!
