Memari Couple Murder: বাড়ির সামনে রাস্তায় পড়ে প্রৌঢ় দম্পতির গলাকাটা দেহ, উধাও ছেলে! সাতসকালে শিউরে উঠল মেমারি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
বুধবার সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান গলার নলি কাটা অবস্থায় বাড়ির সামনের রাস্তায় স্বামী ও স্ত্রীর দেহ রক্তাক্ত অবস্থায় পরে আছে।
প্রথমে বাড়ির ভিতরে নৃশংসভাবে গলা কেটে খুন৷ তার পর রাস্তায় ফেলে হল প্রৌঢ় দম্পতির দেহ৷ বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে৷
এ দিন সকালে মেমারির কাশিয়াড়া কাজিপাড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে থেকেই ওই দম্পতির গলাকাটা দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ৷ মৃত দম্পতির নাম মুস্তাফিজুর রহমান(৬৬) ও মমতাজ পারভিন(৫৬)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মুস্তাফিজুর রহমান ও মমতাজ পারভিন ছেলে আসিফকে নিয়ে মেমারির কাশিয়াড়া কাজিপাড়ায় বসবাস করতেন। ঘটনার পর থেকে ছেলে নিখোঁজ। ফলে ছেলের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ৷ তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
advertisement
advertisement
বুধবার সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান গলার নলি কাটা অবস্থায় বাড়ির সামনের রাস্তায় স্বামী ও স্ত্রীর দেহ রক্তাক্ত অবস্থায় পরে আছে।স্থানীয়রায় পুলিশকে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান,ঘরের ভিতরে খুন করে দেহ দুটি টানতে টানতে বাড়ির বাইরের রাস্তায় এনে ফেলে দেওয়া হয়। কে বা কারা কী উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 11:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari Couple Murder: বাড়ির সামনে রাস্তায় পড়ে প্রৌঢ় দম্পতির গলাকাটা দেহ, উধাও ছেলে! সাতসকালে শিউরে উঠল মেমারি