Crime: ভালবেসে বিয়ে, কিন্তু তারপর থেকেই...স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Crime: স্ত্রীকে নির্যাতন করে তাকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
অনিরুদ্ধ কির্তনীয়া, উত্তর ২৪ পরগনা: ভালবেসে বিয়ে। কিন্তু অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকে গৃহবধূকে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত স্বামী। নির্যাতন করে তাকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম হাসিনা মণ্ডল, বয়স ৩১ বছর ।
গতকাল, শনিবার উত্তর ২৪ পরগনার বাগদা থানায় স্বামী গনি খান মণ্ডলের নামে খুনের অভিযোগ করে গৃহবধূর পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে অভিযুক্ত গনিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এগারো বছর আগে গনি খান মণ্ডলের সঙ্গে ভালবেসে বিয়ে হয় হাসিনার। গনি উত্তর ২৪ পরগণার বাগদার করঙতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকত। পরিবারের দাবি, ভালবেসে বিয়ে হওয়ায় প্রথমদিকে আত্মীয়-স্বজন মেনে নেয়নি তাদের সম্পর্ক। তাদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে গনি হাসিনার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত।
advertisement
গতকাল পরিবারের লোকেরা হাসিনার মৃত্যুর খবর পান। তাদের দাবি, হাসিনাকে নির্মমভাবে অত্যাচার করে খুন করেছে গনি। এই মর্মে গতকাল বাগদা থানায় অভিযোগ করেন তারা। পরিবারের অভিযোগ ভিত্তিতেও অভিযুক্ত গনিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। গনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন হাসিনার দিদি ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: ভালবেসে বিয়ে, কিন্তু তারপর থেকেই...স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী