Madhyamik 2022|| স্বামী-শ্বশুরবাড়ির কেউ চাইত না পড়ুক বউমা! মাধ্যমিক শুরুর সকালে যে কাণ্ড ঘটল!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Madhyamik 2022: স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা চাইতেন না পড়াশুনা করুক ছেলের বউ। বিয়ে হয়ে এসেছে, বউমা সংসার করবে, ঘরের কাজ সামলাবে, আবার পড়াশুনার কী প্রয়োজন? তবে নিজের লক্ষ্যে অবিচল ছিল ষোড়শী।
#করিমপুর: স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা চাইতেন না পড়াশুনা করুক ছেলের বউ। বিয়ে হয়ে এসেছে, বউমা সংসার করবে, ঘরের কাজ সামলাবে, আবার পড়াশুনার কী প্রয়োজন? তবে নিজের লক্ষ্যে অবিচল ছিল ষোড়শী। কোনও বাধাকেই বাধা না মনে করে লুকিয়ে লুকিয়ে চালিয়ে গিয়েছে মাধ্যমিকের প্রস্তুতি। অনলাইনে পরীক্ষা হলে হয়তো, সামনেই আসত না তার এই লড়াই। কিন্তু অফলাইনে পরীক্ষার কথা ঘোষণা হতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। শুরু হয় লড়াই। স্বামীর পরিবারের আপত্তিতে পরীক্ষায় বসতে পারছিলেন না, বাড়িতে আটকে রাখা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত জয় হয়েছে তার। মুরুটিয়া থানার পুলিশ পরীক্ষার্থীকে উদ্ধার করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়। পরীক্ষার্থীর অদম্য জেদ ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।

মাধ্যমিক পরীক্ষার্থী রাণীমা খাতুন। বাড়ি নদিয়ার মুরুটিয়া থানার বালিয়াকান্দি গ্রামে। সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে তাকে বাড়িতে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বালিয়াকান্দির বাসিন্দা রাণীমা খাতুনের বিয়ে হয় প্রতিবেশীর যুবক সাহারুল শেখের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই রাণীমার পড়াশোনায় আপত্তি জানায় সাহারুলের পরিবার। কিন্তু তা সত্ত্বেও রাণীমা কাউকে কিছু বুঝতে না দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। লকডাউনের জেরে স্কুল বন্ধ থাকায় স্কুলে যেতে হয়নি। তাই সেটা বাড়তি সুবিধাও হয়েছিল। রাণীমা আশা করেছিল আনলাইনেই সম্ভবত মাধ্যমিক হবে। কিন্তু যখনই অফলাইনে পরীক্ষার কথা ঘোষণা হয়, তখন তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে।
advertisement
advertisement
রাণীমার আসন পড়েছিল গোয়াবাড়ি নেতাজি বিদ্যাপীঠে। পরীক্ষার দিন সকালে স্কুলের পোশাক পরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতেই বাড়িতে শুরু হয় তুমুল ঝামেলা। অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়ির কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে দিচ্ছিলেন না। শুধু তাই নয় মা মায়ের সঙ্গে পরীক্ষার্থীকে ঘরে বন্ধ করে রাখেন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুরুটিয়া থানা পুলিশ। পুলিশকে দেখে অভিযুক্তরা চম্পট দেয়। এরপর পুলিশের তৎপরতায় ওই পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছন। সেখানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষায় বসার ব্যবস্থা হয়।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বন্ধ থাকছে ইন্টারনেট, সংসদ যা জানাল
রাণীমা জানিয়েছেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন চাইতেন না আমি পড়াশোনা করি। তা সত্ত্বেও আমি লুকিয়ে লুকিয়ে পরীক্ষার প্রস্তুতি নিইয়েছি। কিন্তু আজ স্কুলের পোশাক পরতেই বাধা দেওয়া শুরু হয়। আমাকে আর মাকে ঘরের ভিতরে আটকে রাখে। পুলিশ এসে উদ্ধার করে। পুলিশের জন্যই আমি পরীক্ষায় বসতে পেরেছি। তবে এতকিছুর পরেও ভয় কাটছে না রাণীমার। তাঁর আশঙ্কা এরপরে শ্বশুরবাড়ি গেলে বড় অশান্তি হতে পারে। মুরুটিয়া থানার পুলিশ জানিয়েছে, রাণীমার যাতে কোনও অসুবিধা না হয় সে দিকে নজর রাখা হবে।
advertisement
Samir Rudra
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 1:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik 2022|| স্বামী-শ্বশুরবাড়ির কেউ চাইত না পড়ুক বউমা! মাধ্যমিক শুরুর সকালে যে কাণ্ড ঘটল!