HS Examination 2022: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বন্ধ থাকছে ইন্টারনেট, সংসদ যা জানাল

Last Updated:

Internet will be closed during HS Examinations 2022: স্পর্শকাতর স্কুলগুলিতে ভিডিওগ্রাফিও করা হবে। নিয়োগ করা হচ্ছে স্পেশ্যাল অবজারভার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য। জানাল সংসদ।

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও বন্ধ থাকছে ইন্টারনেট, সংসদ যা জানাল
মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও বন্ধ থাকছে ইন্টারনেট, সংসদ যা জানাল
কলকাতা: হোম সেন্টারেই হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Examination 2022)। তার জন্য এবার বিশেষভাবে সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্পেশাল অবজারভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। তবে এই স্পেশ্যাল অবজারভার সরকার মনোনীত কোনও ব্যক্তিকেই করা হবে। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন ‘‘হোম সেন্টারে পরীক্ষার জন্য আমরা প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্পেশ্যাল অবজারভার নিয়োগ করছি। এই স্পেশ্যাল অবজারভার কারা হবেন তা ঠিক করবে রাজ্য সরকার।’’
প্রসঙ্গত মুখ্য সচিবের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক হয়েছে। যেহেতু এবার হোম সেন্টারে পরীক্ষা হবে তার জন্য সংসদের তরফেই স্পেশাল অবজারভার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি হোম সেন্টার যাতে সশস্ত্র পুলিশ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় তা নিয়েও সংসদের তরফে প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ও ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে সংসদ সভাপতি বলেন ‘‘আমরা ইতিমধ্যেই তালিকা তৈরি করেছি কোন জায়গা গুলোতে ইন্টারনেট বন্ধ রাখা হবে। বিষয়টি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে আলোচনাও হয়েছে আমাদের। পরীক্ষার দু-তিন দিন আগে আমরা তা চূড়ান্ত করে নেব।’’
advertisement
advertisement
তবে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে না নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন হোম সেন্টারে নেওয়া হচ্ছে তার উত্তরে এদিন সংসদ সভাপতি বলেন, ‘‘ছাত্র-ছাত্রীদের মেন্টাল ট্রমা কাটানোর জন্য আমরা ভেবেছিলাম পড়ুয়াদের যাতে হোম সেন্টারে পরীক্ষা নেওয়া যায়। করোনা পরিস্থিতির কারণে যাতে তাদের বেশি দূরে গিয়ে পরীক্ষা দিতে না হয়। তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’
advertisement
অন্যদিকে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া পরীক্ষা সূচি ঘোষণা করা হল সংসদের তরফে। পরীক্ষার সূচিতে বেশ কিছু রদবদল করেছে সংসদ। JEE মেইন পরীক্ষার দরুন মোট চার দিনের পরীক্ষার রদবদল করতে হয়েছে সংসদকে। শুধু তাই নয় পরীক্ষা শেষ হওয়ার সময়সীমাও পিছিয়েছে। সংসদ জানিয়েছে ১৩ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ১৮ এপ্রিল।১৬ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ১৩ এপ্রিল। ১৮ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ২৫ এপ্রিল। ২০ এপ্রিলের পরীক্ষা হবে ২৬ এপ্রিল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HS Examination 2022: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বন্ধ থাকছে ইন্টারনেট, সংসদ যা জানাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement