Home /News /education-career /
HS Examination 2022 Date Changed|| ৪ দিনের পরীক্ষা সূচি বদল, উচ্চমাধ্যমিকের নয়া দিনক্ষণ ঘোষণা করল সংসদ, জেনে নিন...

HS Examination 2022 Date Changed|| ৪ দিনের পরীক্ষা সূচি বদল, উচ্চমাধ্যমিকের নয়া দিনক্ষণ ঘোষণা করল সংসদ, জেনে নিন...

উচ্চমাধ্যমিকের নয়া দিনক্ষণ ঘোষণা। প্রতীকী ছবি।

উচ্চমাধ্যমিকের নয়া দিনক্ষণ ঘোষণা। প্রতীকী ছবি।

West Bengal Higher Secondary Examination 2022 New schedule: ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। ২০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও নয়া সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল।

 • Share this:

  #কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।  উচ্চমাধ্যমিকের নয়া সূচি অনুযায়ী, ১৬ এপ্রিলের পরীক্ষা হবে ১৩ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা হবে ১৮ এপ্রিল। ১৮ এপ্রিলের পরীক্ষা হবে ২৫ এপ্রিল এবং ২০ এপ্রিলের পরীক্ষা হবে ২৬ এপ্রিল।

  ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। ২০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও নয়া সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল।JEE মেন পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক (Higher Secondary 2022) শিক্ষা সংসদকে এ বারের উচ্চ মাধ্যমিকের চার দিনের পরীক্ষাসূচি পরিবর্তন করতে হল। তবে একাদশ শ্রেণির পরীক্ষা সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

  দেখে নিন উচ্চ মাধ্যমিকের নয়া সূচি:

  পরীক্ষার দিনবিষয়
  ২ এপ্রিল (শনিবার)বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।
  ৪ এপ্রিল (সোমবার)ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।
  ৫ এপ্রিল (মঙ্গলবার)ভোকেশনাল বিষয় - হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
  ৬ এপ্রিল (বুধবার)বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়েন্স।
  ৮ এপ্রিল (শুক্রবার)অঙ্ক, সাইকোজলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
  ৯ এপ্রিল (শনিবার)কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
  ১১ এপ্রিল (সোমবার)ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
  ১৩ এপ্রিল (বুধবার)কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
  ১৩ এপ্রিল (বুধবার)কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি। ১৬ এপ্রিল ছিল পরীক্ষা।
  ২৫ এপ্রিল (সোমবার)স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সেই পরীক্ষা ১৮ এপ্রিল ছিল।
  ২৬ এপ্রিল (বুধবার)ইকোনকিমস। এই পরীক্ষা ২০ এপ্রিল ছিল।

  উল্লেখ্য, চলতি সপ্তাহেই মুখ্যসচিবের সঙ্গে বিভিন্ন জেলার জেলাশাসক- পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক এই পরীক্ষা সূচি পরিবর্তন হতে পারে সেই সম্ভাবনার কথা জানানো হয়েছিল। মূলত বিজ্ঞান বিভাগের কয়েকটি বিষয় এবং কলা বিভাগের কয়েকটি বিষয়ের পরীক্ষার সঙ্গে JEE মেন পরীক্ষার দিন এক হয়ে গিয়েছে। তার জেরে রাজ্যের বহু পরীক্ষার্থী সমস্যায় পড়ত। তাই সেই সমস্ত পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই পরীক্ষার সূচি পরিবর্তন করা হল।

  সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

  Published by:Shubhagata Dey
  First published:

  Tags: Board Exams 2022, Higher Secondary 2022

  পরবর্তী খবর