#বলাগড়: স্ত্রীর সাহায্যে স্বামীর যৌন নির্যাতন নাবালিকাকে! গ্রেফতার স্বামী স্ত্রী দুজনেই।বলাগড় থানার একতারপুর গ্রাম পঞ্চায়েতের ডহর তিরন্বই গ্রামের ঘটনা।গতকাল স্কুল থেকে বাড়ি ফিরছিলো নাবালিকা।তাকে প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে ডেকে নিয়ে যায় রূপা রায়।তাঁর স্বামী প্রসেনজিৎ রায় নাবালিকার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।বাড়ি ফিরে সব জানালে বলাগড় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে আজ চুঁচু্ড়া আদালতে পাঠায় বলাগড় থানার পুলিশ।
বলাগড়েরই এক নাবালিকাকে খুন ধর্ষনের অভিযোগে গত ২৭ জানুয়ারী দুই জনকে ফাঁসির সাজা দেয় চুঁচু্ড়া আদালত।সেক্ষেত্রেও পকসো আইনে মামলা হয়েছিলো৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Molest, South bengal news