হোম /খবর /দক্ষিণবঙ্গ /
স্ত্রীর সাহায্যে স্বামীর যৌন নির্যাতন নাবালিকাকে!

স্ত্রীর সাহায্যে স্বামীর যৌন নির্যাতন নাবালিকাকে!

ফের ধর্ষণের সাক্ষী তিলোত্তমা ৷ অমানবিক নৃশংস ঘটনা কলকাতার বাঘাযতীনে ৷ স্ত্রীয়ের মদতে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ যুবতীকে ধর্ষণের অভিযোগে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ফের ধর্ষণের সাক্ষী তিলোত্তমা ৷ অমানবিক নৃশংস ঘটনা কলকাতার বাঘাযতীনে ৷ স্ত্রীয়ের মদতে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ যুবতীকে ধর্ষণের অভিযোগে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

গতকাল স্কুল থেকে বাড়ি ফিরছিলো নাবালিকা।তাকে প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে ডেকে নিয়ে যায় রূপা রায়।তাঁর স্বামী প্রসেনজিৎ রায় নাবালিকার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।

  • Last Updated :
  • Share this:

#বলাগড়: স্ত্রীর সাহায্যে স্বামীর যৌন নির্যাতন নাবালিকাকে! গ্রেফতার স্বামী স্ত্রী দুজনেই।বলাগড় থানার একতারপুর গ্রাম পঞ্চায়েতের ডহর তিরন্বই গ্রামের ঘটনা।গতকাল স্কুল থেকে বাড়ি ফিরছিলো নাবালিকা।তাকে প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে ডেকে নিয়ে যায় রূপা রায়।তাঁর স্বামী প্রসেনজিৎ রায় নাবালিকার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।বাড়ি ফিরে সব জানালে বলাগড় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে আজ চুঁচু্ড়া আদালতে পাঠায় বলাগড় থানার পুলিশ।

বলাগড়েরই এক নাবালিকাকে খুন ধর্ষনের অভিযোগে গত ২৭ জানুয়ারী দুই জনকে ফাঁসির সাজা দেয় চুঁচু্ড়া আদালত।সেক্ষেত্রেও পকসো আইনে মামলা হয়েছিলো৷

Published by:Pooja Basu
First published:

Tags: Molest, South bengal news