Hs Exam: উচ্চ মাধ্যমিকের পরীক্ষার শেষ দিনে অবাক চিত্র মুর্শিদাবাদে, রাস্তায় কী উড়ল ওগুলো! কী অবস্থা!
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Hs Exam: মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্যে সড়কের ওপর জীবন্তি, মহালন্দি সহ বেশ কিছু এলাকায় পরীক্ষা শেষ করেই এই চিত্র দেখা যায়।
মুর্শিদাবাদ: কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আজ উচ্চ মাধ্যমিকের শেষ দিনের ছিল পরীক্ষা, ভূগোল এমনকি স্ট্যাটিস্টিক্স পরীক্ষা ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে রাস্তার ওপর দিয়ে মটর বাইকের চেপে যেতে নকল ওড়াতে ওড়াতে বাড়ি ফিরল উচ্চ মাধ্যমিকের বেশ কিছু পরীক্ষার্থী। মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্যে সড়কের ওপর জীবন্তি, মহালন্দি সহ বেশ কিছু এলাকায় পরীক্ষা শেষ করেই এই চিত্র দেখা যায়।
যারা দেশের ভবিষ্যৎ, তাদের নিজেদের জীবনের দ্বিতীয় সব থেকে বড় পরীক্ষায় এরকম ভাবে নকল পত্র রাস্তায় ওড়ানোর ঘটনায় হতবাক সাধারণ মানুষ। তবে প্রশ্ন থাকছে এত আটো সাঁটো নিরাপত্তার মধ্যে কীভাবে নকল পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করছে পড়ুয়ারা এবং তারা যে নকল করেছে পরীক্ষায় সেটি জানানোর জন্যই কি বাড়ি ফেরার সময় জনসম্মুখে নকল পত্র ওড়াতে ওড়াতে বাড়ি ফিরছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা?
advertisement
advertisement
শিক্ষা কি আদৌ তাদের প্রাপ্তি হচ্ছে? নাকি নকলের উপর ভরসা করেই ভবিষ্যতের ভীত তৈরি হচ্ছে? প্রশ্ন থাকছে বিস্তর! এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ”আমরা এই ছবি দেখে মর্মাহত। যারা মটর বাইক চালাচ্ছেন, তাদের কোনও লাইসেন্স নেই। অন্যদিকে এই কাগজ ছিটিয়ে বাড়ি ফেরা এটা ভবিষ্যতের জন্য খারাপ দিক।”
advertisement
গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয় বৃহস্পতিবার। কিন্তু পরীক্ষার শেষ দিনে এই চিত্র দেখা যেতেই নিন্দার ঝড় এখন সর্বত্রই। ছাত্রছাত্রীদের এহেন কর্মকাণ্ডে পড়াশুনোর মান নিয়ে প্রশ্ন করেছেন সকলেই।
advertisement
—– কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 29, 2024 5:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hs Exam: উচ্চ মাধ্যমিকের পরীক্ষার শেষ দিনে অবাক চিত্র মুর্শিদাবাদে, রাস্তায় কী উড়ল ওগুলো! কী অবস্থা!







