Howrah News: থ্যালাসেমিয়া নির্ণয় করতে শিশু বয়স থেকেই স্ক্রিনিং! অভিযান হাওড়ায়
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
থ্যালাসেমিয়া মক্ত করতে জোর অভিযান হাওড়া জেলায়, প্রত্যন্ত গ্রাম থেকে হাওড়া শহর জারি রয়েছে থ্যালাসেমিয়া মুক্তকরেনর বার্তা
রাকেশ মাইতি, হাওড়া: থ্যালাসেমিয়া মুক্ত করতে জোর অভিযান হাওড়া জেলায়, প্রত্যন্ত গ্রাম থেকে হাওড়া শহর জারি রয়েছে থ্যালাসেমিয়া মুক্তকরণের বার্তা। আগামী দিনে জেলা সম্পূর্ণ রুপে থ্যালাসেমিয়া মুক্ত করতে জোরকদমে চলে সচেতনতার শিবির ও পরীক্ষা কর্মসূচি। এবার থ্যালাসেমিয়া টেস্টেও সেঞ্চুরি করল শ্যামপুরের প্রত্যন্ত ঘুঘুবেশিয়া গ্রাম। থ্যালাসেমিয়া মুক্ত সুন্দর পৃথিবীর সঙ্কল্পে পৃথিবী জুড়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেই অভিযানে সামিল হাওড়ার প্রত্যন্ত গ্রাম শ্যামপুরের ঘুঘুবেশিয়া। ঘুঘুবেশিয়া হাইস্কুলে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির হয়। রক্তদান আন্দোলনের কর্মীদের সংগঠন রক্তকরবী-র আহ্বানে ও ঘুঘুবেশিয়া হাইস্কুলের ব্যবস্থাপনায় থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করায় ১০০ জন মানুষ। সকলেই সহযোগিতায় এগিয়ে এলেন, বিদ্যালয়ের পড়ুয়ারা ছাড়াও থ্যালাসেমিয়া পরীক্ষা করান এলাকার যুবক-যুবতীরাও।
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
এই কর্মসূচি রক্তকরবী সংগঠনের দ্বারা গোটা জেলা ও জেলার বাইরেও চলছে । থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা মিছিল সচেতনতা বৃদ্ধিতে মানুষের কাছে গ্রামে গ্রামে পৌঁছে আলোচনা ও সচেতন বার্তা । অজান্তেই নতুন থ্যালাসেমিয়া আক্রান্তের জন্ম হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে শিশু শ্রমিক। বই পড়া ও লাইব্রেরিতে পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে সচেতনতার ওপর জোর দেন আলোচকরা। এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবী শাশ্বত পাড়ুই জানান, থ্যালাসেমিয়া নির্ণয় করতে শিশু বয়স থেকেই স্ক্রিনিং প্রক্রিয়া চলছে।থ্যালাসেমিয়া রোগের বাহক সম্পূর্ণ রূপে থ্যালাসেমিয়া মুক্ত করতে বিয়ের আগে যুবক যুবতীর স্কিনিং প্রয়োজন। বিয়ের আগে ঠিকুজি কুষ্ঠী নির্ণয় নয়, থ্যালাসেমিয়া মুক্ত করতে বিয়ের আগে হোক থ্যালাসেমিয়া নির্ণয় পরীক্ষা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: থ্যালাসেমিয়া নির্ণয় করতে শিশু বয়স থেকেই স্ক্রিনিং! অভিযান হাওড়ায়