ভাড়া নিয়ে তর্কাতর্কি, মহিলাকে জুতোর বাড়ি! টোটোচালকের 'দাদাগিরি'তে অবাক কাণ্ড হাওড়ায়!
- Published by:Tias Banerjee
Last Updated:
হাওড়ার উত্তর খুরুট এলাকায় ভাড়া নিয়ে বচসার জেরে এক মহিলাকে টোটো চালকের জুতো দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
টোটো চালকের দাদাগিরিতে ফের উত্তপ্ত হাওড়া। ভাড়া নিয়ে বচসার জেরে প্রকাশ্যে এক মহিলাকে জুতো দিয়ে মারধরের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উত্তর খুরুট এলাকায়।
সূত্রের খবর, শিবপুর কাজীপাড়া থেকে খুরুট এলাকার বাড়ি ফিরছিলেন এক মহিলা যাত্রী। সেই সময় ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে টোটো চালকের সঙ্গে শুরু হয় তর্ক। ক্রমেই সেই বচসা হাতাহাতিতে গড়ায় এবং টোটো চালক প্রকাশ্যে ওই মহিলাকে জুতো দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে অসহায় অবস্থায় পড়ে যান ওই মহিলা। আশপাশের লোকজন জড়ো হলেও কেউ সাহস করে প্রতিরোধ করেননি বলে জানা গেছে।
advertisement
advertisement
ঘটনার পরেই আক্রান্ত মহিলা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।
advertisement
এটা নতুন নয়—হাওড়া শহরে টোটো চালকদের দাপট নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জমে আছে সাধারণ মানুষের মধ্যে। এক সপ্তাহ আগেই, নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা পুলিশ কর্মীর। শুধু তাই নয়, শহরের বিভিন্ন এলাকায় টোটো চালকদের বিরুদ্ধে যাত্রী হেনস্থার অভিযোগ উঠছে প্রতিদিনই।
দেবাশিস চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 12:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাড়া নিয়ে তর্কাতর্কি, মহিলাকে জুতোর বাড়ি! টোটোচালকের 'দাদাগিরি'তে অবাক কাণ্ড হাওড়ায়!